শিশুদের বইয়ে ‘রাষ্ট্রদ্রোহিতা’, হংকংয়ে কারাদণ্ড ৫ জনের
হংকংয়ে শিশুদের বইয়ে রাষ্ট্রদ্রোহিতা প্রচারের অভিযোগে পাঁচ স্পিচ থেরাপিস্টকে ১৯ মাসের কারাদণ্ড দেয় ওই দেশের সরকার।
তারা হলেন মান-লিং, মেলোডি ইয়েং, সিডনি এনজি, স্যামুয়েল চ্যান এবং ফং সু-হো। ইতিমধ্যে রায়ের অপেক্ষায় তারা এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন।