পুতিনের যুদ্ধ যেভাবে বিশ্বকে অস্থির করে তুলছে
পুতিনের যুদ্ধ বিশ্বকে অস্থির করে তুলছে। পুতিন যদি এই যুদ্ধে হেরে যান, তাহলে কী হবে? রাশিয়াকে যেসব দেশ ভয় পায়, যেমন বাল্টিক দেশগুলো, তারা তখন রাশিয়াকে আগের মতো ভয়মিশ্রিত সমীহ করবে না। অন্যান্য দেশগুলোও উদ্বিগ্ন হবে, কারণ একটি পরাজিত নেকড়ে কখন কী করে বসবে তার তো ঠিক নেই।