রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শুক্রবার মধ্যরাত থেকে পরবর্তী ৩৬ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি ইউক্রেনকেও এ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তাঁর আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এটি একটি কৌশলী চক্রান্ত।’ কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি বলেছেন, ‘প্রস্তাবিত যুদ্ধবিরতি হল পূর্ব দনবাস অঞ্চলে ইউক্রেন সেনাবাহিনীর অগ্রগতি রোধ করার এবং মস্কোকে আরও সৈন্য আনার অনুমতি দেওয়ার একটি কৌশল।’
গতকাল বৃহস্পতিবার পুতিন বলেছিলেন, ‘যুদ্ধবিরতি শুরু হবে মস্কোর স্থানীয় সময় ১২টা বা গ্রিনিচ মান সময় ৯ টা।’ রাশিয়ার অর্থোডক্স ক্রিসমাস বা বড়দিনের সঙ্গে এ সময় মিলে যায়। রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের অনুরোধের পর পুতিন যুদ্ধবিরতির ঘোষণা দেন। কিরিল সংঘাতের সঙ্গে জড়িত ‘সব পক্ষকে’ অস্ত্র সংবরণ এবং বড়দিনে যুদ্ধবিরতি দেওয়ার অনুরোধ করেছিলেন।
মস্কো এক বিবৃতিতে বলেছে, জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে রাশিয়ার অর্থোডক্স চার্চ ৭ জানুয়ারি বড়দিন উদ্যাপন করে। চার্চ প্রধানের অনুরোধেই সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন পুতিন।
যুদ্ধবিরতি রাশিয়ার আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অপারেশন—উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে কিনা তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে এবং ইউক্রেন যুদ্ধ চালিয়ে গেলে রাশিয়া পাল্টা আঘাত করবে কিনা তা স্পষ্ট নয়।
এ বিবৃতির পর বৃহস্পতিবার রাতে রুশ ভাষায় সুস্পষ্টভাবে রাশানদের সম্বোধন করে জেলেনস্কি তাঁর ভিডিও বক্তৃতায় বলেছেন, ‘মস্কো বারবার কিয়েভের শান্তি পরিকল্পনাকে উপেক্ষা করেছে। তারা এখন ক্রিসমাসকে একটি আবরণ হিসেবে ব্যবহার করতে চায়। দনবাসে আমাদের সেনাদের অগ্রগতি রুখে দিতে মস্কো তাদের সেনা ও গোলাবারুদ আনার পাঁয়তারা করছে।’
এতে তাদের ক্ষতি আরও বাড়বে বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ‘পুরো বিশ্ব জানে মস্কো কীভাবে অযাচিতভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’ রুশ সেনারা ইউক্রেন ছেড়ে না যাওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে পুতিনের যুদ্ধবিরতিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও নাকচ করেছেন। তিনি বলেছেন, ‘বড়দিনে এবং নববর্ষের দিনে পুতিন হাসপাতাল ও গির্জায় বোমা হামলার জন্য প্রস্তুত ছিলেন। আমার মনে হয় তিনি এখন বাঁচার জন্য অক্সিজেন খুঁজছেন।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শুক্রবার মধ্যরাত থেকে পরবর্তী ৩৬ ঘণ্টা যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি ইউক্রেনকেও এ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে তাঁর আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এটি একটি কৌশলী চক্রান্ত।’ কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি বলেছেন, ‘প্রস্তাবিত যুদ্ধবিরতি হল পূর্ব দনবাস অঞ্চলে ইউক্রেন সেনাবাহিনীর অগ্রগতি রোধ করার এবং মস্কোকে আরও সৈন্য আনার অনুমতি দেওয়ার একটি কৌশল।’
গতকাল বৃহস্পতিবার পুতিন বলেছিলেন, ‘যুদ্ধবিরতি শুরু হবে মস্কোর স্থানীয় সময় ১২টা বা গ্রিনিচ মান সময় ৯ টা।’ রাশিয়ার অর্থোডক্স ক্রিসমাস বা বড়দিনের সঙ্গে এ সময় মিলে যায়। রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের অনুরোধের পর পুতিন যুদ্ধবিরতির ঘোষণা দেন। কিরিল সংঘাতের সঙ্গে জড়িত ‘সব পক্ষকে’ অস্ত্র সংবরণ এবং বড়দিনে যুদ্ধবিরতি দেওয়ার অনুরোধ করেছিলেন।
মস্কো এক বিবৃতিতে বলেছে, জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে রাশিয়ার অর্থোডক্স চার্চ ৭ জানুয়ারি বড়দিন উদ্যাপন করে। চার্চ প্রধানের অনুরোধেই সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন পুতিন।
যুদ্ধবিরতি রাশিয়ার আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অপারেশন—উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে কিনা তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে এবং ইউক্রেন যুদ্ধ চালিয়ে গেলে রাশিয়া পাল্টা আঘাত করবে কিনা তা স্পষ্ট নয়।
এ বিবৃতির পর বৃহস্পতিবার রাতে রুশ ভাষায় সুস্পষ্টভাবে রাশানদের সম্বোধন করে জেলেনস্কি তাঁর ভিডিও বক্তৃতায় বলেছেন, ‘মস্কো বারবার কিয়েভের শান্তি পরিকল্পনাকে উপেক্ষা করেছে। তারা এখন ক্রিসমাসকে একটি আবরণ হিসেবে ব্যবহার করতে চায়। দনবাসে আমাদের সেনাদের অগ্রগতি রুখে দিতে মস্কো তাদের সেনা ও গোলাবারুদ আনার পাঁয়তারা করছে।’
এতে তাদের ক্ষতি আরও বাড়বে বলেও মন্তব্য করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ‘পুরো বিশ্ব জানে মস্কো কীভাবে অযাচিতভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।’ রুশ সেনারা ইউক্রেন ছেড়ে না যাওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে পুতিনের যুদ্ধবিরতিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও নাকচ করেছেন। তিনি বলেছেন, ‘বড়দিনে এবং নববর্ষের দিনে পুতিন হাসপাতাল ও গির্জায় বোমা হামলার জন্য প্রস্তুত ছিলেন। আমার মনে হয় তিনি এখন বাঁচার জন্য অক্সিজেন খুঁজছেন।’
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্ক বেশ শীতল হয় পড়ে। এর ফলে, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের ভবিষ্যৎও হুমকির মুখে পড়ে। এই অবস্থায়, ভারত কলকাতা বন্দর থেকে মিয়ানমার হয়ে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য নতুন...
২ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের মধ্যে অনেকেই হয়তো একে অপরকে ছেলেমানুষি নামে ডাকেন, মাঝেমধ্যে হয়তো তারা বিনোদনের জন্য কাজ থেকে সাময়িক বিরতিও নিয়ে অদ্ভুতুড়ে কাজও করেন। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই দিয়ে তৈরি নিজের শিশুসুলভ চেহারার মুখোমুখি হওয়াটা কম অবাক করা নয়। তবে সম্প্রতি এমনটাই ঘটেছে।
৪ ঘণ্টা আগেফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় নতুন করে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তথাকথিত অভিযানের নামে এই হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ বা ‘গিদিওনের রথ।’ ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরু করার পর গতকাল শুক্রবার সকাল থেকে এই প্রতিবেদন লেখার কিছু সময় আগ...
৪ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা উপত্যকা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই বিষয়ে জানেন এমন পাঁচটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজকে এই তথ্য জানিয়েছেন।
৪ ঘণ্টা আগে