Ajker Patrika

ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন জেলেনস্কির উপদেষ্টা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১২: ৪৪
ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন জেলেনস্কির উপদেষ্টা

অবশেষে পদত্যাগে বাধ্য হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ। সমালোচনার মুখে তিনি পদত্যাগ করেছেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দিনিপ্রোতে ৪৪ জন নিহতের ঘটনায় ওলেক্সি আরেস্তোভিচের একটি মন্তব্যকে ঘিরে সমালোচনা চলছিল। নেতিবাচক মন্তব্যের কারণে তিনি সাধারণ ইউক্রেনীয় ও রাজনীতিবিদদের রোষানলে পড়েন। তাঁরা আরেস্তোভিচের পদত্যাগ দাবি করেন। 

গত ১৪ জানুয়ারি দিনিপ্রোর আবাসিক ভবনে রুশ হামলায় ৪৪ জন নিহত হয়। এই হামলার জন্য রাশিয়াকে দায়ী না করে ওলেক্সি আরেস্তোভিচ বলেন, ‘রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেনের পক্ষ থেকে গুলি করা হয়, পরে সেটি গিয়ে পড়ে আবাসিক ভবনের ওপরে।’ 

আরেস্তোভিচের এই মন্তব্য ইউক্রেনীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। পরে এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে আরেস্তোভিচ বলেন, তিনি ‘মৌলিক বিষয়ে ত্রুটি’ করেছেন। তিনি হতাহত ও তাঁদের আত্মীয়সহ সবার প্রতি ক্ষমা প্রার্থনা করেন। 

ওলেক্সি আরেস্তোভিচের এই পদত্যাগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। 

উল্লেখ্য, ওলেক্সি আরেস্তোভিচ বেশ পরিচিত মুখ। কেননা, ইউটিউবে রুশ-ইউক্রেনের যুদ্ধ নিয়ে নিয়মিত আপডেট জানাতেন তিনি। 

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ান কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনে আঘাত হানে। এটিকে গুলি করে নামিয়ে দেওয়া সম্ভব নয়। ইউক্রেনের গুলিতে রুশ ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনের ওপরে পড়েছে বলে যে মত দেওয়া হয়েছে, এটি অত্যন্ত বড় ভুল। 

এদিকে দিনিপ্রোতে হামলার বিষয়ে রুশ মুখপাত্র দিমিত্র পেসকভ বলেছেন, ‘রাশিয়া আবাসিক ভবনের ওপর হামলা করে না। ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থা দিনিপ্রোর ঘটনার জন্য দায়ী।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিয়ানমারে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টাকে দেশে ফেরার নির্দেশ

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ প্রসঙ্গে যা বলল পাকিস্তানের পত্রিকা দ্য ডন

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত