এক বছর ধরে বয়স্ক ভাতা বন্ধ, সমাজসেবা অফিসে গিয়ে জানলেন তিনি মৃত
তিন মাস পরপর নিয়মিত বয়স্ক ভাতা পেতেন জেলেখা বেগম। কিন্তু হঠাৎ ভাতা আসা বন্ধ। বেশ কয়েক মাস পর অনেকের পরামর্শে উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারেন, তিনি নাকি মারা গেছেন! তাই তাঁর বদলে অন্যজনকে ভাতার আওতায় আনা হয়েছে।