রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও-৩ আসনের (রানীশংকৈল-পীরগঞ্জ) উপনির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটারের চেয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রানীশংকৈল পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় হাইস্কুল, মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকের সংখ্যা অনেক দেখা গেলেও ভোটারের উপস্থিতি ছিল কম।
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল। তবে দুপুরের দিকে নারী ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ১৮ ভাগ ভোট পড়েছে।’
কেন্দ্রীয় হাইস্কুলের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল আজম বলেন, ভোটার উপস্থিতি কমছে-বাড়ছে। তবে খুব বেশি লাইন নেই।
ওই কেন্দ্রের নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, মোট ২ হাজার ২৩০ জন ভোটারের মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২৫০টি ভোট পড়েছে।
মীরডাঙ্গী ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান বলেন, ‘সকাল থেকে ভোটার উপস্থিতি কম। আশা করি দুপুরের পর ভোটারের সংখ্যা বাড়তে পারে।’
ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থী ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির হাফিজউদ্দীন (লাঙল), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল), বিএনএফ সিরাজুল ইসলাম (টেলিভিশন), এনপিপি সাফি আল আসাদ (আম) ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা) নির্বাচন করছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৪৩৯ জন।
আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দীন ভোটার উপস্থিতির বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আবহাওয়া খারাপ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করি।’
ঠাকুরগাঁও-৩ আসনের (রানীশংকৈল-পীরগঞ্জ) উপনির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটারের চেয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রানীশংকৈল পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় হাইস্কুল, মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়সহ কয়েকটি ভোটকেন্দ্রে গিয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকের সংখ্যা অনেক দেখা গেলেও ভোটারের উপস্থিতি ছিল কম।
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল। তবে দুপুরের দিকে নারী ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ১৮ ভাগ ভোট পড়েছে।’
কেন্দ্রীয় হাইস্কুলের প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ারুল আজম বলেন, ভোটার উপস্থিতি কমছে-বাড়ছে। তবে খুব বেশি লাইন নেই।
ওই কেন্দ্রের নারী ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, মোট ২ হাজার ২৩০ জন ভোটারের মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২৫০টি ভোট পড়েছে।
মীরডাঙ্গী ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান বলেন, ‘সকাল থেকে ভোটার উপস্থিতি কম। আশা করি দুপুরের পর ভোটারের সংখ্যা বাড়তে পারে।’
ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪ দলীয় জোট সমর্থিত প্রার্থী ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির হাফিজউদ্দীন (লাঙল), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল), বিএনএফ সিরাজুল ইসলাম (টেলিভিশন), এনপিপি সাফি আল আসাদ (আম) ও স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা) নির্বাচন করছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৪৩৯ জন।
আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দীন ভোটার উপস্থিতির বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আবহাওয়া খারাপ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা করি।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে শত বিতর্কের মধ্যেও খেলার মাঠে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল
২ মিনিট আগেজাতীয়ভাবে খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে তরুণ রাজনীতিবিদদের সুযোগ দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদেরা জাতীয়ভাবে খেলাধুলায় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করতে পারেন। তবে তাঁদের সুযোগ দিতে হবে।’
১৪ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাটে জমি হালচাষ করার সময় ট্রাক্টর উল্টে আব্দুল মালিক (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে গোয়াইনঘাট সদর ইউনিয়নের তিতারাই নামক স্থানে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়া ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় বিজিবি তাঁদের আটক করে। আটকের সত্যতা নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান।
১৯ মিনিট আগে