বাজার নেই, বন্ধ হচ্ছে দুগ্ধ খামার
নওগাঁর রাণীনগরে দুধ বিক্রিতে স্থানীয়ভাবে বাজার গড়ে না ওঠায় ন্যায্যমূল্য পাচ্ছেন না খামারিরা। ফলে দুগ্ধজাত গরু পালন করে লোকসানের কবলে পড়ে অনেকেই খামার ছেড়ে দিচ্ছেন। তাই উদ্যোক্তা ধরে রাখতে এবং খামারিদের লোকসানের কবল থেকে রক্ষা করতে স্থানীয়ভাবে দুধের বাজার গড়ে তোলার দাবি জানিয়েছেন খামারি ও ক্রেতারা।