রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ পর্যন্ত সড়কে গত চার বছর ধরে কার্পেটিং তুলে ফেলা হয়েছে। এতে সড়কজুড়ে উঁচু-নিচু ঢাল ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগ নিয়ে চলাচল করছে ট্রাক ও মোটরসাইকেল। গত শনিবার আবাদপুকুর পল্লী বিদ্যুত অফিসের সামনে থেকে।
নওগাঁর রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার রাস্তা গত চার বছর ধরে কার্পেটিং তুলে ফেলা হয়েছে। ফলে রাস্তায় ছোট-বড় গর্ত এবং খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় লাখো মানুষের চলাচলে ভোগান্তির কারণ হয়েছে। দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ পর্যন্ত মোট ২২ কিলোমিটার সড়কে যানবাহন চলাচলে চাপ বাড়ে। ফলে এলাকার জনমানুষের জীবন-মান উন্নয়নে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সড়কটি এলজিইডি থেকে সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তর করা হয়। সড়কটি রাণীনগর-আবাদপুকুর থেকে কালীগঞ্জ হয়ে নাটোরের সিংড়ার ঢাকা-রাজশাহী মহাসড়কের সঙ্গে মিলিত হয়েছে। ২৬টি কালভার্ট ও ৪টি সেতু পুনর্নির্মাণ এবং রাস্তাটি টেকসই, মজবুত, প্রশস্ত ও পাকাকরণের লক্ষ্যে ২০১৮ সালে সংশ্লিষ্ট বিভাগ দরপত্র আহ্বান করে। এরপর রাস্তার সমস্ত কার্পেটিং তুলে কোনো রকমে রোলার দিয়ে ফেলে রাখা হয়।
গত ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও পরে সংশ্লিষ্ট ঠিকাদার অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন। এরপর অতিরিক্ত সময়েও কাজ শেষ করতে না পারায় চলতি বছরের গত মে মাসের প্রথম সপ্তাহে সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন করে টেন্ডার দেয়। এতে আগের ঠিকাদার নতুন করে দেওয়া টেন্ডারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন। এরপর আর কাজ শুরু হয়নি।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় রাস্তার মধ্যে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার সময় এলে পুরো রাস্তা কাদায় পরিপূর্ণ হয়ে যায়। আবার খরায় ধুলা-বালিতে অন্ধকার হয়ে যায়। রাস্তার কোথাও কোথাও উঁচু-নিচু হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এ ছাড়া প্রতিনিয়ত কম-বেশি দুর্ঘটনা ঘটছে।
সিএনজিচালিত অটোরিকশার চালক মানিক বলেন, ভাঙা রাস্তায় চলাচলে খুব অল্প সময়ের মধ্যে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে হচ্ছে। এ ছাড়া কাদা ও খানাখন্দের কারণে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
ওই রাস্তায় চলাচলকারী যাত্রী নজরুল ইসলাম বলেন, রাস্তার যে অবস্থা একবার চলাচল করলে শরীরে প্রচুর ব্যথা হয়। এ ছাড়া এই রাস্তায় অন্তঃসত্ত্বা নারী বা জটিল কোনো রোগী পরিবহন করা বেশ কষ্টকর হয়ে পড়ে। ফলে তাঁরা এসব দুর্ভোগ এড়াতে মূল রাস্তায় না গিয়ে বিকল্প পথে প্রায় সাত থেকে আট কিলোমিটার ঘুরে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।
গোলাম মোস্তফা নামের এক ব্যবসায়ী বলেন, সপ্তাহে চার দিন তাঁকে রাণীনগরে যেতে হয়। রাস্তার এ দুরবস্থার কারণে প্রতিনিয়তই কোনো না-কোনো সমস্যায় পড়তে হয়। যার কারণে তিনি সঠিক সময়ে পণ্য পরিবহন করতে পারেন না। এতে মালামাল পরিবহনে একদিকে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। তিনি এই রাস্তার কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ থেকে মুক্তি দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
জানতে চাইলে নওগাঁ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, নতুন করে টেন্ডার দেওয়ার পর আগের ঠিকাদার মামলা করেছিলেন। ফলে সড়কের কাজ বন্ধ রয়েছে। ইতিমধ্যে গত ২৯ নভেম্বর ওই মামলা নিষ্পত্তি হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে ঠিকাদার নিয়োগ দিয়ে রাস্তার কাজ শুরু করা হবে।
নওগাঁর রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ পর্যন্ত সড়কে গত চার বছর ধরে কার্পেটিং তুলে ফেলা হয়েছে। এতে সড়কজুড়ে উঁচু-নিচু ঢাল ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগ নিয়ে চলাচল করছে ট্রাক ও মোটরসাইকেল। গত শনিবার আবাদপুকুর পল্লী বিদ্যুত অফিসের সামনে থেকে।
নওগাঁর রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার রাস্তা গত চার বছর ধরে কার্পেটিং তুলে ফেলা হয়েছে। ফলে রাস্তায় ছোট-বড় গর্ত এবং খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় লাখো মানুষের চলাচলে ভোগান্তির কারণ হয়েছে। দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ পর্যন্ত মোট ২২ কিলোমিটার সড়কে যানবাহন চলাচলে চাপ বাড়ে। ফলে এলাকার জনমানুষের জীবন-মান উন্নয়নে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সড়কটি এলজিইডি থেকে সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তর করা হয়। সড়কটি রাণীনগর-আবাদপুকুর থেকে কালীগঞ্জ হয়ে নাটোরের সিংড়ার ঢাকা-রাজশাহী মহাসড়কের সঙ্গে মিলিত হয়েছে। ২৬টি কালভার্ট ও ৪টি সেতু পুনর্নির্মাণ এবং রাস্তাটি টেকসই, মজবুত, প্রশস্ত ও পাকাকরণের লক্ষ্যে ২০১৮ সালে সংশ্লিষ্ট বিভাগ দরপত্র আহ্বান করে। এরপর রাস্তার সমস্ত কার্পেটিং তুলে কোনো রকমে রোলার দিয়ে ফেলে রাখা হয়।
গত ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও পরে সংশ্লিষ্ট ঠিকাদার অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন। এরপর অতিরিক্ত সময়েও কাজ শেষ করতে না পারায় চলতি বছরের গত মে মাসের প্রথম সপ্তাহে সড়ক ও জনপথ বিভাগ ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন করে টেন্ডার দেয়। এতে আগের ঠিকাদার নতুন করে দেওয়া টেন্ডারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন। এরপর আর কাজ শুরু হয়নি।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় রাস্তার মধ্যে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার সময় এলে পুরো রাস্তা কাদায় পরিপূর্ণ হয়ে যায়। আবার খরায় ধুলা-বালিতে অন্ধকার হয়ে যায়। রাস্তার কোথাও কোথাও উঁচু-নিচু হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এ ছাড়া প্রতিনিয়ত কম-বেশি দুর্ঘটনা ঘটছে।
সিএনজিচালিত অটোরিকশার চালক মানিক বলেন, ভাঙা রাস্তায় চলাচলে খুব অল্প সময়ের মধ্যে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে হচ্ছে। এ ছাড়া কাদা ও খানাখন্দের কারণে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
ওই রাস্তায় চলাচলকারী যাত্রী নজরুল ইসলাম বলেন, রাস্তার যে অবস্থা একবার চলাচল করলে শরীরে প্রচুর ব্যথা হয়। এ ছাড়া এই রাস্তায় অন্তঃসত্ত্বা নারী বা জটিল কোনো রোগী পরিবহন করা বেশ কষ্টকর হয়ে পড়ে। ফলে তাঁরা এসব দুর্ভোগ এড়াতে মূল রাস্তায় না গিয়ে বিকল্প পথে প্রায় সাত থেকে আট কিলোমিটার ঘুরে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।
গোলাম মোস্তফা নামের এক ব্যবসায়ী বলেন, সপ্তাহে চার দিন তাঁকে রাণীনগরে যেতে হয়। রাস্তার এ দুরবস্থার কারণে প্রতিনিয়তই কোনো না-কোনো সমস্যায় পড়তে হয়। যার কারণে তিনি সঠিক সময়ে পণ্য পরিবহন করতে পারেন না। এতে মালামাল পরিবহনে একদিকে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। তিনি এই রাস্তার কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ থেকে মুক্তি দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
জানতে চাইলে নওগাঁ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, নতুন করে টেন্ডার দেওয়ার পর আগের ঠিকাদার মামলা করেছিলেন। ফলে সড়কের কাজ বন্ধ রয়েছে। ইতিমধ্যে গত ২৯ নভেম্বর ওই মামলা নিষ্পত্তি হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে ঠিকাদার নিয়োগ দিয়ে রাস্তার কাজ শুরু করা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫