আলুর কেজি এক টাকা!
আবদুল মালেক কেনাকেটা করে গাছতলায় বসে আছেন। পাশে কলাইয়ের রুটি বানানো হচ্ছে। একটা রুটি খেয়ে তিনি বাসায় যাবেন। মালেকের ব্যাগে দেখা গেল, একটা মাছ, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি আলু আর এক জোড়া নতুন স্যান্ডেল। সুপারশপ থেকে এসব তিনি কিনেছেন মাত্র ১০ টাকায়। আজ বুধবার দিনভর অসচ্ছল মানুষের জন্য রাজশাহীতে