Ajker Patrika

‘বিএনপির লোকের নৌকায় ভোট নিশ্চিত করেন, নৌকার ভোটার আনার দরকার নাই’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৪: ২৪
‘বিএনপির লোকের নৌকায় ভোট নিশ্চিত করেন, নৌকার ভোটার আনার দরকার নাই’

বিএনপির লোকজনকে ভোটকেন্দ্রে এনে তাদের ভোটটিই নৌকায় নিশ্চিত করতে হবে। নৌকার ভোটার আনার দরকার নাই। সে তাহলে অন্য কাহিনি করবে—নেতা-কর্মীদের এমন নির্দেশনা দিয়েছেন নৌকার প্রার্থীর নির্বাচনী এজেন্ট ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ।

গতকাল শনিবার রাতে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নৌকার প্রার্থী ও সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারার পুঠিয়ার ভাড়ারা এলাকায় নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে এমন নির্দেশনা দেন সামাদ। এ সময় তাঁর পাশে বসা ছিলেন প্রতিরক্ষা অডিট অধিদপ্তরের একজন নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা।

বিএনপির ভোট নৌকায় নিশ্চিত করার নির্দেশনা দিয়ে আবদুস সামাদ বলেন, ‘আমরা সবাই কেন্দ্রে সবাইকে নিয়ে আসার চেষ্টা করব এবং যে বিএনপির মানুষ আসবে, তাদের নৌকা মার্কার ভোটটা নিশ্চিত করাবেন। যারা আমার নৌকার ভোটার, তাকে আনার দরকার নাই। সে তাহলে অন্য কাহিনি করবে। যার কারণে সেইভাবে আপনারা কাজ করবেন। নৌকার বিজয় সুনিশ্চিত।’

বিএনপির ভোট কীভাবে নৌকায় নিশ্চিত করা হবে—এমন প্রশ্নে আবদুস সামাদ বলেন, ‘আপনাকে অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ এরপর তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত