Ajker Patrika

নির্বাচনে সেনা মোতায়েনের কথাও ভাবা হচ্ছে: রাজশাহীতে ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৯: ১৫
নির্বাচনে সেনা মোতায়েনের কথাও ভাবা হচ্ছে: রাজশাহীতে ইসি রাশেদা

নির্বাচনে সেনা মোতায়েনের কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তবে পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহীতে আজ মঙ্গলবার দুপুরে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে নির্বাচন কমিশন।

ইসি রাশেদা সুলতানা বলেন, বিএনপি চাইলে এখনো নির্বাচনে আসতে পারে। তবে তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আসতে হবে। নির্বাচনের একটা মার্জিনাল টাইম আছে। সেই মার্জিনের ভেতরে আসতে হবে। তাহলে আইন-কানুনের মধ্যে থেকেই নির্বাচনের শিডিউল পুনর্বিবেচনা করা হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, তবে কে নির্বাচনে এল আর কে এল না এটি কমিশন ভাবছে না। এটি যার যার দলের সিদ্ধান্ত। তবে ভোটারদের সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রার্থীদের নিয়েও বসা হবে। কারণ ভোটারদের ভোটকেন্দ্রে আনার দায়িত্ব তাঁদেরই, এটি কমিশনের কাজ নয়।

রাশেদা সুলতানা বলেন, ‘ভোটাররা যাতে বিনা বাধায় ভোটকেন্দ্রে যাতায়াত করতে পারেন, সে বিষয়ে সব রকমের ব্যবস্থা নেবে কমিশন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করছে কমিশন। আমরা মাঠ পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের সেই নির্দেশনাই দিয়েছি। কেউ আচরণবিধি ভঙ্গ করলে বা কোনো নাগরিক নাশকতার অপচেষ্টা করলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এই নির্বাচন কমিশনার বলেন, ‘দলীয় প্রতীকে নির্বাচিত বর্তমান এমপিরা স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে আগে পদত্যাগ করতে হবে। দলের প্রতীক নিয়ে নির্বাচিত এমপি যাঁরা এবার দলীয় মনোনয়ন পাননি, তাঁরা স্বতন্ত্র হতে চাইলে আগে পদত্যাগ করতে হবে। তা না হলে মনোনয়ন বৈধ হবে না। এটাই নিয়ম।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, যুগে যুগে বিদেশি পর্যবেক্ষকেরা এসেছেন। এবারও নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি পর্যবেক্ষকেরা থাকবেন। সাংবাদিকরাও থাকবেন। এতে স্বচ্ছতা আরও বাড়বে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত