নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকায় উঠেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তবে তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা।
মহানগর আওয়ামী লীগের নেতারা তাঁর পক্ষে মাঠে নেমেছেন। ফলে নৌকা পেয়েও স্বস্তিতে নেই ১৪ দলের প্রার্থী হয়ে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ফজলে হোসেন বাদশা।
সমস্যা সমাধানে ফজলে হোসেন বাদশা গত সোমবার রাতে রাজশাহী ১৪ দলের সঙ্গে বসেছিলেন, কিন্তু সাড়া পাননি। নগরীর রানীবাজারে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হয়। সভায় রাজশাহী ১৪ দলের সমন্বয়ক খায়রুজ্জামান লিটন এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা উপস্থিত ছিলেন। ১৪ দলীয় জোটের কয়েকজন নেতাও অংশ নেন এতে।
বৈঠক সূত্র বলেছে, ওই বৈঠকে নেতাদের তোপের মুখে পড়েন ফজলে হোসেন বাদশা। আওয়ামী লীগ ও জাসদ নেতারা বলেন, ফজলে হোসেন বাদশা জোটের প্রার্থী হয়ে তিনবার সংসদ সদস্য হলেও কারও সঙ্গে সম্পর্ক রাখেননি। বৈঠকে ফজলে হোসেন বাদশা ও ওয়ার্কার্স পার্টির নেতারা অতীত ভুলে আবারও ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন শেষ করার অনুরোধ জানান। তবে তাঁদের সঙ্গে একমত হয়নি অন্য দলগুলো।
অবশ্য ভোটের মাঠে অনেকটা একা হয়ে পড়া ফজলে হোসেন বাদশার পাশে দাঁড়িয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। গত সোমবার ফেসবুকে নিজের সমর্থকদের নিয়ে নৌকার স্লোগান দেওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রাজশাহী-২ (সদর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকায় উঠেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তবে তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা।
মহানগর আওয়ামী লীগের নেতারা তাঁর পক্ষে মাঠে নেমেছেন। ফলে নৌকা পেয়েও স্বস্তিতে নেই ১৪ দলের প্রার্থী হয়ে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ফজলে হোসেন বাদশা।
সমস্যা সমাধানে ফজলে হোসেন বাদশা গত সোমবার রাতে রাজশাহী ১৪ দলের সঙ্গে বসেছিলেন, কিন্তু সাড়া পাননি। নগরীর রানীবাজারে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হয়। সভায় রাজশাহী ১৪ দলের সমন্বয়ক খায়রুজ্জামান লিটন এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা উপস্থিত ছিলেন। ১৪ দলীয় জোটের কয়েকজন নেতাও অংশ নেন এতে।
বৈঠক সূত্র বলেছে, ওই বৈঠকে নেতাদের তোপের মুখে পড়েন ফজলে হোসেন বাদশা। আওয়ামী লীগ ও জাসদ নেতারা বলেন, ফজলে হোসেন বাদশা জোটের প্রার্থী হয়ে তিনবার সংসদ সদস্য হলেও কারও সঙ্গে সম্পর্ক রাখেননি। বৈঠকে ফজলে হোসেন বাদশা ও ওয়ার্কার্স পার্টির নেতারা অতীত ভুলে আবারও ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন শেষ করার অনুরোধ জানান। তবে তাঁদের সঙ্গে একমত হয়নি অন্য দলগুলো।
অবশ্য ভোটের মাঠে অনেকটা একা হয়ে পড়া ফজলে হোসেন বাদশার পাশে দাঁড়িয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। গত সোমবার ফেসবুকে নিজের সমর্থকদের নিয়ে নৌকার স্লোগান দেওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪