Ajker Patrika

রাজশাহীতে বিদেশি পিস্তল গুলিসহ তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৮: ৫৪
Thumbnail image

জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা হয় বিদেশি পিস্তল ও গুলি। রাজশাহীতে র‍্যাবের হাতে এক তরুণ আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেগুলো উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে চার যুবক পালিয়ে যায়। গ্রেপ্তার রায়হাতুল সালমান রাজ (২০) রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া গ্রামের বাসিন্দা। 

আজ মঙ্গলবার র‍্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫-এর একটি দল গতকাল সোমবার (২৭ নভেম্বর) বিকেলে মহানগরীর চন্দ্রিমা থানাধীন খড়খড়ি এলাকা থেকে রাজকে আটক করে। তিনি ওই এলাকায় থাকা মেসার্স এনবি ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে ছিলেন। আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গলে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

অভিযানের সময় মাইনুল ইসলাম (৩২), মো. জনি (৩৬), আইয়ুব আলী (৫০) ও রফিকুল ইসলাম (৫৫) নামে চার ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। 

আটকের পর রাজ র‍্যাবকে জানিয়েছে, পলাতক যুবকদের সহযোগিতায় তিনি রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের ব্যবসা করছেন। তাই জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ছাড়া পলাতক চারজনসহ পাঁচজনের নামে থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত