রাবির ১৩৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ প্রশ্নে জারি করা রুল খারিজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৩৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বৈধতার প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত বলেছেন, যেহেতু তাদের নিয়োগ হয়নি, তাই রুল খারিজ করা হলো।