Ajker Patrika

রাবিতে ভবনের ছাদ ধস: চিঠি না পৌঁছানোয় শুরু হয়নি তদন্ত

রাবি প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ১০
রাবিতে ভবনের ছাদ ধস: চিঠি না পৌঁছানোয় শুরু হয়নি তদন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলা শহীদ এ এইচ এম কামারুজ্জামান আবাসিক হলের একটি অংশ ধসে পড়ার ঘটনা তদন্তে গত মঙ্গলবার তিন সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। তবে ঘটনার তিন দিন পার হলেও আজ শনিবার দুপুর পর্যন্ত তদন্ত কমিটির কাছে আনুষ্ঠানিক কোনো চিঠি পৌঁছায়নি। ফলে এখনো তদন্তের কাজ শুরু হয়নি। 

তদন্ত কমিটির আহ্বায়ক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. কামরুজ্জামান সরকার বলেন, ‘আমরা আনুষ্ঠানিক কোনো চিঠি এখনো পাইনি। আমি বর্তমানে রাজশাহীর বাইরে অবস্থান করছি। তবে চিঠি পাওয়ামাত্রই আমরা তদন্ত শুরু করব।’ 

কমিটির সদস্য মো. ইমরুল হাসান জানিয়েছেন, গত বৃহস্পতিবার তিনি ছুটিতে ছিলেন। তাই চিঠি এসেছে কি না, এ বিষয়ে বলতে পারছেন না। তদন্ত কমিটির আহ্বায়কের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। তবে আগামীকাল (রোববার) যেহেতু কর্মদিবস আছে, কাল হয়তো কোনো নির্দেশনা আসবে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. তারিকুল হাসান বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর সাপ্তাহিক ছুটি থাকায় এখনো অফিস করতে পারেননি। তদন্ত কমিটির চিঠি তাঁর মাধ্যমেই পৌঁছাবে। চিঠির কাজ চলছে। আগামীকাল সকালে চিঠি ইস্যু করা হবে। 

গত মঙ্গলবার দুপুরের দিকে নির্মাণাধীন শহীদ এ এইচ এম কামারুজ্জামান হলের ভবনের একাংশ ধসে পড়ে। এ ঘটনায় ৯ জন আহত হন। সেদিন রাত আটটার দিকে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শেষ করে। ওই দিন রাতেই এক জরুরি সভা ডেকে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত