Ajker Patrika

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ, থাকছে দ্বিতীয়বারের সুযোগ

রাবি প্রতিনিধি
রাবির ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ, থাকছে দ্বিতীয়বারের সুযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৫ মার্চ। চলবে ৭ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা আগামী বছরের ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন। এ ছাড়া গত বছরের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ রাখা হয়েছে। 

আজ সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী বছরের ৫, ৬ এবং ৭ মার্চ অনুষ্ঠিত হবে। আগামী বছরের ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন জমা দেওয়া যাবে। গত বছরের ন্যায় এবারও দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে। 

গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, রাবিতে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত