ষড়যন্ত্রে’র গন্ধ পাচ্ছেন শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘ইদানীং চারদিকে বেশ গন্ধ পাচ্ছি। আমি আগের থেকেই গন্ধ পাই এবং যা বলি তা হয়। আমি জানি গতকাল গাজীপুরে কোথায় মিটিং হয়েছে। জানি নারায়ণগঞ্জে কোথায় মিটিং হয়েছে। এই নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়িতে আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আপনারা যদি খেলতে চান, আসেন খেলি,