Ajker Patrika

বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২৪
বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা

ঢাকার কেরানীগঞ্জে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা বাস রোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন।

এ ঘটনায় ওই দিন রাতেই কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক সুব্রত দাস বাদী হয়ে কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়সহ ১৯-২০ জনকে আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে।

জানা যায়, বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি নিপুন রায়ের নেতৃত্বে সংবাদ সম্মেলন শেষে শতাধিক নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় নেতা-কর্মীরা নিপুণ রায়ের ওপর ছাত্রলীগ নেতা-কর্মীর হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। পুলিশ হ্যান্ডমাইকে তাঁদের সেখান থেকে সরে যাওয়ার ঘোষণা দিলে নেতা-কর্মীরা না সরে বিক্ষুব্ধ হয়ে পড়েন। তখন পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিলে নেতা-কর্মীরা দৌড়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক সুব্রত দাস বলেন, ‘এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলবেন।’

অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, ‘আমরা প্রথমে তাঁদের শান্তিপূর্ণভাবে রাস্তা থেকে সরে যেতে বলেছিলাম, কিন্তু তাঁরা কথা না শুনে আমাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা বাধা দিলে তাঁরা আমাদের লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে আমাদের দুজন পরিদর্শকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আমরা একটি মামলা দায়ের করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত