Ajker Patrika

ব্রহ্মপুত্রে ভাসছিল অজ্ঞাত তরুণীর লাশ

নারায়ণগঞ্জ সংবাদদাতা
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৪
ব্রহ্মপুত্রে ভাসছিল অজ্ঞাত তরুণীর লাশ

নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সাবদী এলাকার বাসিন্দারা নদীর পাড়ে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রাত ৯টায় কলাগাছিয়া নৌ-পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

নৌ-ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক উদয় জানান, নিহতের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তা ছাড়া বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে অজ্ঞাত খুনিরা তাঁকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।

কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শুক্রবার পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত