নালায় আটকে সড়কের কাজ
ঢাকার দোহার পৌরসভার নালা (ড্রেনেজ) ব্যবস্থার কাজ চলায় কোথাও বছর আবার কোথাও কয়েক মাস ধরে বেশ কয়েকটি সড়ক খুঁড়ে রাখা হয়েছে। কয়েকটি সড়কে কাজ শেষও হয়েছে অনেক দিন, কিন্তু নালার পাশ দিয়ে রাস্তা ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছে। এই রাস্তাগুলো যান চলাচলের জন্য সংস্কার না করায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা