Ajker Patrika

সিরাজদিখানে নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৫: ৫৬
সিরাজদিখানে নদীর ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। গত বুধবার সকাল থেকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে ডাকেরহাটি গ্রামের ৬৫ মিটার এলাকায় ৬ হাজার ৪০০ জিও ব্যাগ ফেলার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

জানা যায়, উপজেলার চিত্রকোট ইউনিয়নের ধলেশ্বরী নদীর পানির তীব্রতা বেড়ে যাওয়ায় তুলসীখালী ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে গোয়ালখালী ও ডাকেরহাটি গ্রামে ভাঙন দেখা দেয়। ভাঙনের শঙ্কায় রয়েছে ফসলি জমি, বসতবাড়ি ও দুটি ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি। এ ছাড়া গত বছর প্রায় ৫০টির বেশি ঘর নদীতে বিলীন হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জরুরি ভিত্তিতে নদী রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেক লিমিটেডের কাজ পায়।

চিত্রকোট ইউপির চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, ‘এই নদীভাঙন নিয়ে কয়েক বছর ধরেই আমি বিভিন্ন দপ্তরে জানিয়ে আসছি, কোনো কাজ হয়নি। অবশেষে ৬৫ মিটার এলাকায় ফেলা হচ্ছে জিও ব্যাগ। আমি সকাল (বুধবার) থেকে এই এলাকার মধ্যে রয়েছি। এটা অনেক কম হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধারাবাহিকভাবে ভাঙন রোধে কাজ করতে হবে।’

ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেক লিমিটেডের প্রজেক্ট প্রকৌশলী রাশেদুজ্জামান শাওলিন বলেন, ‘আমরা আজ (বুধবার) থেকে কাজ শুরু করেছি, যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর বলেন, ‘ধলেশ্বরী নদী ভাঙনের বিষয়টি আমি জানি। আগের ইউএনও এটা নিয়ে কাজ করেছেন। আমি আসার পর চিত্রকোটের চেয়ারম্যান এবং আমি নিজে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, এ বিষয়ে কথা বলেছি। অবশেষে কাজ শুরু করেছে, তবে পর্যায়ক্রমে বাকি কাজ করবেন তাঁরা।’

পানি উন্নয়ন বোর্ডের মুন্সিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘জিও ব্যাগ ফেলার বিষয়টি আমরা গতবারও মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য আবেদন করেছিলাম। তবে এ বছরের শুরুতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ৬৫ মিটার এলাকার জন্য অনুমোদন পেয়েছি। এ জন্য এখন কাজ করতে পারছি। ভাঙনের তীব্রতা বাড়লে আরও বেশি জায়গার জন্য আবেদন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বিয়ামে এসি বিস্ফোরণ নয়, নথি পোড়াতে গিয়ে আগুনে পুড়ে মরেন দুজন: পিবিআই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত