সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। গত বুধবার সকাল থেকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে ডাকেরহাটি গ্রামের ৬৫ মিটার এলাকায় ৬ হাজার ৪০০ জিও ব্যাগ ফেলার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানা যায়, উপজেলার চিত্রকোট ইউনিয়নের ধলেশ্বরী নদীর পানির তীব্রতা বেড়ে যাওয়ায় তুলসীখালী ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে গোয়ালখালী ও ডাকেরহাটি গ্রামে ভাঙন দেখা দেয়। ভাঙনের শঙ্কায় রয়েছে ফসলি জমি, বসতবাড়ি ও দুটি ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি। এ ছাড়া গত বছর প্রায় ৫০টির বেশি ঘর নদীতে বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জরুরি ভিত্তিতে নদী রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেক লিমিটেডের কাজ পায়।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, ‘এই নদীভাঙন নিয়ে কয়েক বছর ধরেই আমি বিভিন্ন দপ্তরে জানিয়ে আসছি, কোনো কাজ হয়নি। অবশেষে ৬৫ মিটার এলাকায় ফেলা হচ্ছে জিও ব্যাগ। আমি সকাল (বুধবার) থেকে এই এলাকার মধ্যে রয়েছি। এটা অনেক কম হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধারাবাহিকভাবে ভাঙন রোধে কাজ করতে হবে।’
ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেক লিমিটেডের প্রজেক্ট প্রকৌশলী রাশেদুজ্জামান শাওলিন বলেন, ‘আমরা আজ (বুধবার) থেকে কাজ শুরু করেছি, যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর বলেন, ‘ধলেশ্বরী নদী ভাঙনের বিষয়টি আমি জানি। আগের ইউএনও এটা নিয়ে কাজ করেছেন। আমি আসার পর চিত্রকোটের চেয়ারম্যান এবং আমি নিজে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, এ বিষয়ে কথা বলেছি। অবশেষে কাজ শুরু করেছে, তবে পর্যায়ক্রমে বাকি কাজ করবেন তাঁরা।’
পানি উন্নয়ন বোর্ডের মুন্সিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘জিও ব্যাগ ফেলার বিষয়টি আমরা গতবারও মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য আবেদন করেছিলাম। তবে এ বছরের শুরুতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ৬৫ মিটার এলাকার জন্য অনুমোদন পেয়েছি। এ জন্য এখন কাজ করতে পারছি। ভাঙনের তীব্রতা বাড়লে আরও বেশি জায়গার জন্য আবেদন করা হবে।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। গত বুধবার সকাল থেকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে ডাকেরহাটি গ্রামের ৬৫ মিটার এলাকায় ৬ হাজার ৪০০ জিও ব্যাগ ফেলার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানা যায়, উপজেলার চিত্রকোট ইউনিয়নের ধলেশ্বরী নদীর পানির তীব্রতা বেড়ে যাওয়ায় তুলসীখালী ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে গোয়ালখালী ও ডাকেরহাটি গ্রামে ভাঙন দেখা দেয়। ভাঙনের শঙ্কায় রয়েছে ফসলি জমি, বসতবাড়ি ও দুটি ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের খুঁটি। এ ছাড়া গত বছর প্রায় ৫০টির বেশি ঘর নদীতে বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, জরুরি ভিত্তিতে নদী রক্ষা বাঁধ প্রকল্পের আওতায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেক লিমিটেডের কাজ পায়।
চিত্রকোট ইউপির চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, ‘এই নদীভাঙন নিয়ে কয়েক বছর ধরেই আমি বিভিন্ন দপ্তরে জানিয়ে আসছি, কোনো কাজ হয়নি। অবশেষে ৬৫ মিটার এলাকায় ফেলা হচ্ছে জিও ব্যাগ। আমি সকাল (বুধবার) থেকে এই এলাকার মধ্যে রয়েছি। এটা অনেক কম হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধারাবাহিকভাবে ভাঙন রোধে কাজ করতে হবে।’
ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেক লিমিটেডের প্রজেক্ট প্রকৌশলী রাশেদুজ্জামান শাওলিন বলেন, ‘আমরা আজ (বুধবার) থেকে কাজ শুরু করেছি, যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর বলেন, ‘ধলেশ্বরী নদী ভাঙনের বিষয়টি আমি জানি। আগের ইউএনও এটা নিয়ে কাজ করেছেন। আমি আসার পর চিত্রকোটের চেয়ারম্যান এবং আমি নিজে পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, এ বিষয়ে কথা বলেছি। অবশেষে কাজ শুরু করেছে, তবে পর্যায়ক্রমে বাকি কাজ করবেন তাঁরা।’
পানি উন্নয়ন বোর্ডের মুন্সিগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘জিও ব্যাগ ফেলার বিষয়টি আমরা গতবারও মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য আবেদন করেছিলাম। তবে এ বছরের শুরুতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ৬৫ মিটার এলাকার জন্য অনুমোদন পেয়েছি। এ জন্য এখন কাজ করতে পারছি। ভাঙনের তীব্রতা বাড়লে আরও বেশি জায়গার জন্য আবেদন করা হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫