আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে দীর্ঘদিন ধরে ইট উঠে রাস্তার কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার ব্রিজ থেকে চরবিশ্বনাথ গ্রামে যাতায়াতের এ রাস্তাটি খানাখন্দে বেহাল হয়ে রয়েছে। ফলে এলাকাবাসীকে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে। চরবিশ্বনাথ গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে যাতায়াতের প্রধান এ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ইমামগঞ্জ বাজারের ব্রিজ-সংলগ্ন আলম মেম্বারের দোকান থেকে চরবিশ্বনাথ (সতুরচর) রসুলপুর মাদ্রাসা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ শাখা রাস্তাটি ৪-৫ বছর আগে নির্মাণের পর ইটের সলিং করা হয়। এর পর থেকে রাস্তাটির কোনো সংস্কার করা হয়নি। প্রায় দেড় বছর ধরে রাস্তার সলিং করা ইট ভেঙে গিয়ে বেশ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া প্রায় পুরো রাস্তার সলিং করা ইট গুঁড়া হয়ে গেছে। ফলে ছোট-বড় যেকোনো ধরনের গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষের। তাই এই রাস্তাটি সংস্কারকাজ করার দাবি জানিয়েছেন তাঁরা।
সতুরচর গ্রামের বাসিন্দা মো. আরিফুর ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে এই রাস্তাটি খানাখন্দে বেহাল হয়ে রয়েছে। চেয়ারম্যান-মেম্বাররা কেউ এই রাস্তা মেরামত করেন না। আমরা দুর্ভোগ নিয়া কীভাবে চলাচল করি, কেউ এসে দেখেও না।’
আরেকজন বাসিন্দা মইনুল শেখ বলেন, ‘এই রাস্তার ওপর চেয়ারম্যান-মেম্বারদের কোনো নজর নেই। এই রাস্তা দিয়ে অটোরিকশায় চলাচল করা যায় না। অনেক কষ্ট হয়, ঝাঁকুনি লাগে। তারপরও কেউ এ রাস্তাটি মেরামত করে দেন না। আমরা দ্রুত এ রাস্তাটি মেরামত করার দাবি জানাচ্ছি।’
অটোরিকশাচালক মো. ইয়ামিন বলেন, ‘এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না, অনেক কষ্ট হয়। রাস্তার বিভিন্ন অংশে ইট ওঠে গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ি উল্টে যাওয়ার আশঙ্কা থাকে।’
বাসাইল ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস সালাম মনু বলেন, ‘এ রাস্তার জন্য উপজেলা এলজিইডি অফিসে আবেদন করা হয়েছে। এক বছর ধরে রাস্তাটির বাজে অবস্থা। এর আগের মেম্বারের সময় শুধু মাটির রাস্তা ছিল। আমরাই রাস্তাটি পাকাকরণের উপযোগী করিয়েছি। দরপত্র হলেই কাজ ধরা হবে।’
এ বিষয়ে উপজেলা (এলজিইডি) প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, ‘এই রাস্তাটির বিষয়ে আমি জানি। আমরা আবেদন করে রেখেছি, অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানে দীর্ঘদিন ধরে ইট উঠে রাস্তার কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার ব্রিজ থেকে চরবিশ্বনাথ গ্রামে যাতায়াতের এ রাস্তাটি খানাখন্দে বেহাল হয়ে রয়েছে। ফলে এলাকাবাসীকে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে। চরবিশ্বনাথ গ্রামসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে যাতায়াতের প্রধান এ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ইমামগঞ্জ বাজারের ব্রিজ-সংলগ্ন আলম মেম্বারের দোকান থেকে চরবিশ্বনাথ (সতুরচর) রসুলপুর মাদ্রাসা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ শাখা রাস্তাটি ৪-৫ বছর আগে নির্মাণের পর ইটের সলিং করা হয়। এর পর থেকে রাস্তাটির কোনো সংস্কার করা হয়নি। প্রায় দেড় বছর ধরে রাস্তার সলিং করা ইট ভেঙে গিয়ে বেশ কয়েকটি স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া প্রায় পুরো রাস্তার সলিং করা ইট গুঁড়া হয়ে গেছে। ফলে ছোট-বড় যেকোনো ধরনের গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষের। তাই এই রাস্তাটি সংস্কারকাজ করার দাবি জানিয়েছেন তাঁরা।
সতুরচর গ্রামের বাসিন্দা মো. আরিফুর ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে এই রাস্তাটি খানাখন্দে বেহাল হয়ে রয়েছে। চেয়ারম্যান-মেম্বাররা কেউ এই রাস্তা মেরামত করেন না। আমরা দুর্ভোগ নিয়া কীভাবে চলাচল করি, কেউ এসে দেখেও না।’
আরেকজন বাসিন্দা মইনুল শেখ বলেন, ‘এই রাস্তার ওপর চেয়ারম্যান-মেম্বারদের কোনো নজর নেই। এই রাস্তা দিয়ে অটোরিকশায় চলাচল করা যায় না। অনেক কষ্ট হয়, ঝাঁকুনি লাগে। তারপরও কেউ এ রাস্তাটি মেরামত করে দেন না। আমরা দ্রুত এ রাস্তাটি মেরামত করার দাবি জানাচ্ছি।’
অটোরিকশাচালক মো. ইয়ামিন বলেন, ‘এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না, অনেক কষ্ট হয়। রাস্তার বিভিন্ন অংশে ইট ওঠে গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ি উল্টে যাওয়ার আশঙ্কা থাকে।’
বাসাইল ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুস সালাম মনু বলেন, ‘এ রাস্তার জন্য উপজেলা এলজিইডি অফিসে আবেদন করা হয়েছে। এক বছর ধরে রাস্তাটির বাজে অবস্থা। এর আগের মেম্বারের সময় শুধু মাটির রাস্তা ছিল। আমরাই রাস্তাটি পাকাকরণের উপযোগী করিয়েছি। দরপত্র হলেই কাজ ধরা হবে।’
এ বিষয়ে উপজেলা (এলজিইডি) প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, ‘এই রাস্তাটির বিষয়ে আমি জানি। আমরা আবেদন করে রেখেছি, অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৫ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪