‘মোটা চাল কিনতেও হিমশিম’
দিনাজপুরের হিলি বাজারের শাক বিক্রেতা আবেদা বেগম (৬৫)। তিনি বিভিন্ন ঝোপঝাড় থেকে শাক তুলে বাজারে বিক্রি করে সন্ধ্যায় বাড়িতে যাওয়ার সময় এক বা দুই কেজি চাল কিনে নিয়ে যান। এখন এক বস্তা শাক বিক্রি করেও এক কেজি চাল কিনতে পারছেন না। সব জিনিসের দাম বেড়েছে, কিন্তু তাঁর শাকের দাম বাড়েনি। তিনি সরকারের কাছে আবেদ