Ajker Patrika

আর কত বয়স হলে ভাতা পাবেন তরুবালা

তাজরুল ইসলাম, পীরগাছা
আপডেট : ০২ জুন ২০২২, ১৩: ৪১
আর কত বয়স হলে ভাতা পাবেন তরুবালা

চোখে ঝাপসা দেখেন তরুবালা (৮৯)। শরীরে নেই শক্তি। লাঠিতে ভর দিয়ে চলতে হয়। স্বামী মারা গেছেন ৩০ বছর আগেই। অভাব-অনটনের মধ্যে থাকলেও তরুবালার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতার কার্ড। ১০ সন্তানের জননী তরুবালা বয়সের ভারে নুয়ে পড়েছেন। একা একা হাঁটা-চলা করতেও কষ্ট হয়।

কাজকর্ম করতে পারেন না। ছয় মেয়েকে বিয়ে দিয়েছেন। তাঁরা এখন অন্যের সংসারে। বাকি চার ছেলের তিনজনই মারা গেছেন। একমাত্র ছেলে ভবতোষ চন্দ্র পেশায় কৃষক। সংসার চালাতে হিমশিম খেতে হয় তাঁকে। তাঁর পক্ষে সব সময় বৃদ্ধ মায়ের খাবার জোগান দেওয়া সম্ভব হয়ে ওঠে না। বাধ্য হয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটে তরুবালার।

তরু বালার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের আরাজি ঝিনিয়া গ্রামে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর জন্ম তারিখ ১৯৩৩ সালের ৫ নভেম্বর। তবে তরুবালার জীবনের এই ক্রান্তিলগ্নে পাশে থাকার চেষ্টা করছেন এক ছেলের বিধবা স্ত্রী গোলাপি রানী।

কথা হলে গোলাপি রানী বলেন, ‘আমি নিজেও স্বামীহারা। এক ছেলে ও এক মেয়ে নিয়ে আমার টানাটানির সংসার। তবুও বয়স্ক মানুষটার জন্য কষ্ট হয়। তাই পাশে থাকার চেষ্টা করি।’

সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে, নারীরা ৬২ আর পুরুষেরা ৬৫ বছর বয়সে বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য হন। সে ক্ষেত্রে গরিব ও অসহায়দের অগ্রাধিকার দিতে হবে। কিন্তু তরুবালা ৮৯ বছর বয়সেও বয়স্ক ভাতা পাননি। পূর্বের চেয়ারম্যান-মেম্বারদের পেছনে ঘুরেও ভাতা বঞ্চিত হয়েছেন স্বামীহারা এই বৃদ্ধা। নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বাররা দিয়েছেন আশ্বাস।

বৃদ্ধা তরুবালা বলেন, ‘একটা কার্ড পাইলে খুব উপকার হইতো। মেম্বার-চেয়ারম্যানের পাচত (পেছনে) মেলা ঘুরছি, কিন্তু কোনো কাম হয় নাই। কাকো (কাউকে) টাকা দিবার পাই নাই বলে ভাতাও পাই নাই। নতুন চেয়ারম্যান-মেম্বার করি দেবে কইছে।’

এ বিষয়ে জানতে চাইলে ইটাকুমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল বাশার বলেন, ‘তিনিতো ভাতার জন্য আবেদনই করেননি। আবেদন করার পর অগ্রাধিকার ভিত্তিতে তাঁর ভাতার ব্যবস্থা নেওয়া হবে।’

তরুবালার বিষয়ে যোগাযোগ করা হলে পীরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এত বয়সেও ভাতা পাননি, এটা আমার জানা নেই। তবে তিনি জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নিয়ে আসলে ভাতার ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত