Ajker Patrika

রাবার ড্যামের সেচে চাষের আওতায় পতিত জমি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২২, ১৪: ২৬
রাবার ড্যামের সেচে চাষের আওতায় পতিত জমি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে নির্মিত দুটি রাবার ড্যামে বদলে গেছে স্থানীয় কৃষকের চাষব্যবস্থা। শুষ্ক মৌসুমে নদীর পানি কৃষিজমিতে দিতে পারায় অনেক পতিত জমিতে আবাদ হচ্ছে। এতে নদীর দুই ধারে ফসল উৎপাদন বেড়েছে।

জানা গেছে, ২০১০ সালে পীরগঞ্জ উপজেলার সাগুনি ও পার্শ্ববর্তী বোচাগঞ্জ উপজেলার রানীঘাটে টাঙ্গন নদীতে দুটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। সাগুনি ঘাটে রাবার ড্যাম নির্মাণে ব্যয় হয় ৯ কোটি ৯০ লাখ টাকা। রানীঘাটের রাবার ড্যামে ব্যয় হয় ৭ কোটি ৪৭ লাখ টাকা। সাগুনি রাবার ড্যাম নির্মাণে সময় লাগে ৭ বছর ও রানীরঘাটে ৩ বছর সময় লাগে। পরে কৃষি অধিদপ্তরের তত্ত্বাবধানে পানি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। ২০১৩ সালে রানীরঘাট ও ২০১৬ সালে সাগুনি রাবার ড্যাম স্থানীয় পানি ব্যবস্থাপনা কমিটির কাছে হস্তান্তর করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পীরগঞ্জ ইউনিটের সহকারী প্রকৌশলী খায়রুল আলম জানান, ভূমির উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার করতে সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ টাঙ্গন নদীর সাগুনী রাবার ড্যাম এলাকায় ৮টি এবং রানীরঘাট রাবার ড্যাম এলাকায় ২১টি লো লিফট পাম্প চালু করেছে। নদীতে ধরে রাখা পানি দিয়েই দুই ধারে সাগুনি, বাঁশগাড়া, চাপোড়, মছলন্দপুর, মশালডাঙ্গী, মালঞ্চাসহ ১৭টি গ্রামজুড়ে চলছে চাষাবাদ। আগে এসব এলাকার অনেক জমি অনাবাদি থাকত। পাম্পগুলো দিয়েও প্রায় এক হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় এসেছে। এতে ২০ হাজার কৃষক জমিতে সেচ দিতে পারছেন। এ ছাড়া ওই দুটি রাবার ড্যাম এলাকায় আরও ২০টি লো লিফট পাম্প স্থাপনের কাজ চলছে। আশা করা হচ্ছে আগামী রবি মৌসুমে এসব পাম্প চালু করা যাবে। এদিকে নদীতে পানি বাড়ায় জেলেদের জালে ধরা বিভিন্ন প্রজাতির মাছ।

সুগুনী এলাকার কৃষক কার্তিক চন্দ্র বলেন, ‘আগে নদীতে পানি থাকত না। রাবারড্যাম হওয়ার পর পানি থাকছে। কৃষকেরা সহজেই ওই পানি দিয়ে বোরোসহ নানা ধরনের ফসল আবাদ করতে পারছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত