বিপিএলে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না লিটন-মাশরাফিরা
তাঁর এক ভক্ত গতকাল আজকের পত্রিকার ফেসবুক লাইভে জানিয়েছিলেন, খেলা দেখতে সুদূর কুমিল্লা থেকে এসেছেন। গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে রানের খাতা খোলার আগেই বিব্রত চেহারায় লিটন দাস যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, নিশ্চিত সেই ভক্ত হতাশায় ডুবে গেছেন। লিটনের রানখরা চলছে, তাঁর দলও হেরেছে ৮ রানে।