Ajker Patrika

লুইস-নওয়াজের তাণ্ডবে সিলেটে ভিন্ন দৃশ্য

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৬: ২৩
Thumbnail image

সিলেট পর্বে শুরুটা মিরপুরের মতো। টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স। যদিও স্কোর বিবেচনায় মিরপুরের দিনের ম্যাচটার চেয়ে সিলেট ভিন্ন। মোহাম্মদ নাওয়াজের ফিফটি, এভিন লুইসের তাণ্ডব ও দাসুন শানাকার কার্যকরী ইনিংসে ১৬০ রান করেছে আগে ব্যাটিং করা খুলনা।

মিরপুরে দিনের কোনো ম্যাচে ১৫০ রান ছাড়িয়ে যেতে পারেনি। প্রত্যাশা অনুযায়ী সিলেটেই রান উৎসবের ইঙ্গিত মিলছে প্রথম ম্যাচ ইনিংস থেকেই। যদিও শুরুটা ভালো হয়নি খুলনার। দ্বিতীয় ওভারেই শেখ মেহেদী হাসানের বলে ফেরেন ওপেনার এনামুল হক বিজয়। গত ম্যাচে দারুণ এক ফিফটি করলেও আজ ফিরলেন রানের খাতা খোলার আগেই। বিপরীতে খেলেছেন সাতটি বল। 

এরপর রংপুরের বোলারদের ওপর এভিন লুইসের পাল্টা আক্রমণ। একপ্রান্তে লুইস চার-ছক্কার বৃষ্টি ঝরাচ্ছিলেন, আরেক প্রান্তে আরও দুটি দ্রুত উইকেট হারায় খুলনা। ষষ্ঠ ওভারে ওভারে মাহমুদুল হাসান জয়কেও (৭) ফেরান মেহেদী। তারপর আফিফ হোসেনকে (৪) ফেরান হাসান মাহমুদ। দশম ওভারে লুইস ঝড়ও থামিয়েছেন এই পেসার। ২৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ২৫ বলে ৩৭ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার।

৬৪ রানে চার উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়ে খুলনা। পঞ্চম উইকেটে দাসুন শানাকা ও মোহাম্মদ নওয়াজের ৫৩ বলে ৭৭ রানের দারুণ এক জুটিতে সেই বিপর্যয় সামলে ওঠে তারা। ১৯তম ওভারে এবারও রংপুরকে ব্রেকথ্রু এনে দিয়েছেন হাসান। দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেছেন শানাকাকে। ৩৩ বলে ৪০ রানের কার্যকর এক ইনিংস খেলেছেন লঙ্কান অলরাউন্ডার।

শানাকার মতো এবারের বিপিএলে নিজের শুরুটা রাঙিয়েছেন আরেক অলরাউন্ডার নওয়াজও। ৩৪ বলে খেলেছেন ৫৫ রানের অসাধারণ এক ইনিংস। মেরেছেন ৩টি ছক্কা ও ৪টি চার। ৭ রানে আরেক পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম ৭ ও হাবিবুর রহমান সোহান ১ রানে অপরাজিত থাকেন। হাসান ২৯ রান দিয়ে ৩টি এবং ২০ রানের বিপরীতে ২টি উইকেট নিয়েছেন মেহেদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত