ভিসার টাকা ফেরত চাওয়ায় দালালের হাতে প্রবাসী নিহত
কথা ছিল, সাড়ে তিন লাখ টাকায় ওমানে নিয়ে চাকরি দেওয়া হবে। কিন্তু ভিসার ব্যবস্থা করলেও বিদেশে নেওয়ার পর সটকে পড়েন দালাল। অনেক কষ্ট, ভোগান্তির পর দেশে ফেরেন ওই প্রবাসী। দালালের কাছে ভিসার টাকা ফেরত চাইলে এবার প্রাণই কেড়ে নেন দালাল।