Ajker Patrika

ভারতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করল বিএসএফ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৩: ১৯
ভারতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করল বিএসএফ। ছবি: আজকের পত্রিকা
ভারতে নিহত বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করল বিএসএফ। ছবি: আজকের পত্রিকা

ভারতে নিহত বাংলাদেশি যুবক রেজাউল করিমের (২৭) লাশ নেত্রকোনার বিজয়পুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তর রক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) বিজয়পুর সীমান্ত দিয়ে জেলা পুলিশের মাধ্যমে লাশটি হস্তান্তর করে বিএসএফ। এ সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিল।

নেত্রকোনার ৩১ বিজিবির অধিনায়ক কর্নেল এএসএম কামরুজ্জামান বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বিএসএফের বরাত দিয়ে বিজিবি জানায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় ৩১ বিজিবির মুন্সিপাড়া বিওপির ময়মনসিংহের ধোবাউরা উপজেলার দীগলবাঘ এলাকার সীমান্ত দিয়ে সাত বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন।

তখন ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া দিলে ছয়জন পালাতে সক্ষম হন।

এ সময় রেজাউল করিম কালভার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করেন। পরে সেখানেই তার মৃত্যু হয়। আজ (শনিবার) বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

পরে জেলার দুর্গাপুর থানা–পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত