Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৮: ২৭
ব্রাহ্মণপাড়ায় বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে এক যুবক বসে থাকেন। আজ রোববার দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল পশ্চিমপাড়া এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই যুবককে উদ্ধার করেন। 

বৈদ্যুতিক টাওয়ার থেকে নামিয়ে আনা যুবক নাসির উদ্দীন (৩৫) নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামে বসবাস করেন বলে ফায়ার সার্ভিসকে জানিয়েছেন। 

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়া নাসির উদ্দীন মানসিক ভারসাম্যহীন। টাওয়ার নামিয়ে আনার পর জ্ঞান হারান ওই যুবক। ছবি: আজকের পত্রিকাস্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে সবার অজান্তে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন নাসির উদ্দীন। স্থানীয়রা দেখতে পেয়ে ওই যুবককে নেমে আসতে বলেন। কিন্তু তিনি কর্ণপাত করেননি। পরে বুড়িচং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বুড়িচং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাঁকে নামিয়ে আনতে সক্ষম হন। 

বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান সরকার জানান, খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় দুপুর দেড়টায় সময় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। মাথায় ও মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর পর স্থানীয় ইউপি মেম্বারের হেফাজতে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত