হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সাত্তার মিয়া (৩২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার দিকে মাধবপুর পৌর শহরে মালাকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, সাত্তার আত্মহত্যা করেছেন।
সাত্তার মিয়া মাধবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মিয়াব আলীর ছেলে। সাত্তারের লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
নিহতের বাবা মিয়াব আলী জানান, সাত্তার প্রায় আট বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। দুই বছর ধরে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। মাদক সেবনের টাকা না পেলে বাসার লোকজনকে মারধর ও ভাঙচুর চালাতেন। এক বছর আগে মারধর করে স্ত্রী জ্যোৎস্না বেগমের হাত ভেঙে দেন এবং দুই শিশুছেলেকে মাটিচাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা চালান সাত্তার। অত্যাচার সইতে না পেরে তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে সাত্তার অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।
মিয়াব আলী আরও জানান, গতকাল বুধবার বিকেলের দিকে সাত্তার উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকেন। একপর্যায়ে মালাকারপাড়া এলাকায় গিয়ে একটি ধারালো টিনের অংশবিশেষ দিয়ে নিজের গলা কাটতে থাকেন। স্থানীয়রা নিভৃত করতে ব্যর্থ হয়। খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর হাত থেকে টিনের ধারালো টুকরো উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় সাত্তারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিওয়ার আগেই সাত্তারের মৃত্যু হয় বলে জানান জরুরি বিভাগের চিকিৎসকেরা।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সাত্তার মিয়ার লাশ উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জের মাধবপুরে সাত্তার মিয়া (৩২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার দিকে মাধবপুর পৌর শহরে মালাকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, সাত্তার আত্মহত্যা করেছেন।
সাত্তার মিয়া মাধবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মিয়াব আলীর ছেলে। সাত্তারের লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
নিহতের বাবা মিয়াব আলী জানান, সাত্তার প্রায় আট বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। দুই বছর ধরে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। মাদক সেবনের টাকা না পেলে বাসার লোকজনকে মারধর ও ভাঙচুর চালাতেন। এক বছর আগে মারধর করে স্ত্রী জ্যোৎস্না বেগমের হাত ভেঙে দেন এবং দুই শিশুছেলেকে মাটিচাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা চালান সাত্তার। অত্যাচার সইতে না পেরে তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে সাত্তার অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।
মিয়াব আলী আরও জানান, গতকাল বুধবার বিকেলের দিকে সাত্তার উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকেন। একপর্যায়ে মালাকারপাড়া এলাকায় গিয়ে একটি ধারালো টিনের অংশবিশেষ দিয়ে নিজের গলা কাটতে থাকেন। স্থানীয়রা নিভৃত করতে ব্যর্থ হয়। খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর হাত থেকে টিনের ধারালো টুকরো উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় সাত্তারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিওয়ার আগেই সাত্তারের মৃত্যু হয় বলে জানান জরুরি বিভাগের চিকিৎসকেরা।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সাত্তার মিয়ার লাশ উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উন্নয়নকাজে চরম ধীরগতি ও সেবায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ঠিকাদারেরা। তাঁদের অভিযোগ, বিল পরিশোধে দীর্ঘসূত্রতার কারণে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যত থমকে আছে। কোথাও কোথাও কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে শহরে ট্রাফিক জ্যাম বেড়েছে। নাগরিক সেবায়ও ভোগান্তি চরমে পৌঁছেছে।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফুট সড়কে বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়ি রোলস রয়েস স্পেকটার দুর্ঘটনার নেপথ্যে কুকুর। হঠাৎ দৌড়ে সড়কে চলে আসা একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উঠে পড়ে সড়ক বিভাজকে। এতে গাড়ির চার আরোহীই আহত হয়েছেন। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪৪ মিনিট আগেআড়াই শ মিটার সড়ক সংস্কারের কাজ ফেলে রেখে ঠিকাদার উধাও হয়েছেন আট মাস আগে। যাতায়াতের কষ্টে গ্রামের চার হাজার মানুষকে পড়তে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগে। রাস্তায় বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে পড়ায় গ্রামের মানুষের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হওয়ার পথে। দুর্ভোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই গ্রামে কোনো অনুষ্ঠানে
১ ঘণ্টা আগেঅবৈধ দখলে অস্তিত্বের সংকটে পড়েছে গাজীপুরের ‘ফুসফুস’ খ্যাত বেলাই বিল। উচ্চ আদালতের আদেশ অমান্য করে বিল ভরাটের অভিযোগ উঠেছে প্রভাবশালী ‘নর্থ সাউথ’ ও ‘তেপান্তর’ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আঁধারে শুরু হওয়া এই দখলের কাজ এখন দিনের আলোতেও চলছে। স্থানীয় প্রশাসন এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে
১ ঘণ্টা আগে