মৃত্যুদণ্ডেও নির্বিকার পাঁচ নারীর হত্যাকারী মার্কিন যুবক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ব্যাংকে ঢুকে পাঁচ নারীকে হত্যা করার জন্য জেফেন জেভারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২৭ বছর বয়সী জেভারের মৃত্যুদণ্ড ঘোষণার সময় হাইল্যান্ডস কাউন্টি কোর্টের বিচারক অ্যাঞ্জেলা কাউডেন বলেন, ‘ঈশ্বর আপনার আত্মার প্রতি সদয় হোন।’ যুবক, নারী, হত্যাকারী, মৃত্যুদণ্ড, রায়, বিচার, সিরিয়া