Ajker Patrika

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২২
মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তিনি ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রফিকুলের বাবা মো. সামসুল হক প্রামাণিক বাদী হয়ে জেলার সদর থানায় গতকাল শুক্রবার মামলা করেছেন। 

মামলার আসামিরা হলেন মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকার বিল্টু (৪৫), জাহিদ (২০), শরীফ (৪৫), লাভলু (৫০), লাভলী আক্তার (৪০), আবুল হোসেন (৫৫) ও আখি আক্তার (৪৫)। 

এজাহার সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা মো. সামসুল প্রামাণিকের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। রফিকুল ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁকে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ফেলে রাখেন। 

স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা রফিকুলকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। 

রফিকুলের বোন ঝর্ণা আক্তার বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং একটি পা ভেঙে দেয়। আজকে চার দিন ধরে ভাই আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ভর্তি। জানি না, ভাইকে আমরা জীবিত বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারব কি না।’ 

ঝর্ণা আক্তার আরও বলেন, ‘গতকাল সদর থানায় মামলা করার পরেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। ভাইয়ের ওপর হামলার বিচার চাই।’ 

অভিযোগের বিষয়ে জানতে মামলার আসামিদের মধ্যে আবুল হোসেনের মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে কল করে সংযোগ বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ ইসলাম বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত