Ajker Patrika

শ্যামনগরে কুঁড়েঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ১১
শ্যামনগরে কুঁড়েঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িঘেরের কুঁড়েঘর থেকে রায়হান ইসলাম (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রায়হান ইসলাম সোনাখালী গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে। তিনি ওয়ার্কশপ শ্রমিক হিসেবে কাজ করতেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ আজ শুক্রবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। 

আব্দুর রশিদ জানান, তাঁর ছেলে রায়হান প্রতিবেশী ইদ্রিসের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যান। সন্ধ্যার পর মোবাইল ফোনে ছেলের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর তাঁকে জানান ইদ্রিস। 

রায়হানের ভাই মোহাব্বত হোসেন বলেন, ইদ্রিস হোসেনের চিংড়িঘেরের কুঁড়েঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে রায়হানের মৃত্যু হওয়ার কথা বলা হলেও বিষয়টি রহস্যজনক। কুঁড়েঘর এতটাই নিচু যে মাথা সোজা করে একজন সেখানে দাঁড়াতে পারে না। সেই ঘরের গলায় ফাঁস দেওয়ার বিষয় নিতে পারছি না। 

ঘের মালিক ও রায়হানের বন্ধু ইদ্রিস হোসেন জানান, দুই বন্ধু ঘেরে পৌঁছালে তিনি অপর প্রান্তে কাজ করতে যান। তবে কুঁড়েঘরে বসে রায়হান মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। সম্পর্কজনিত বিষয়ে তিনি গলায় ফাঁস লাগিয়ে থাকতে পারেন বলে ইদ্রিসের দাবি। 

শ্যামনগর থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘মরদেহ উদ্ধারের পর আজ শুক্রবার সকালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার মামলা হয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটিত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত