ইসরায়েলে হামলার ‘কুশীলব’ কে এই পঙ্গু হামাস নেতা
হামাসের শীর্ষস্থানীয় নেতা গাজী হামাদ মোহাম্মদ দায়েফের বিষয়ে বলেন, ‘তিনি খুবই দয়ালু।’ তিনি আরও জানান, দায়েফের নামের অর্থ হলো যাযাবর সম্প্রদায়, যারা জীবন ধারণের জন্য ক্রমাগত জায়গা পরিবর্তন করে। মোহাম্মদ দায়েফও ক্রমাগত স্থান পরিবর্তন করেন। হামাদ বলেন, মোহাম্মদ দায়েফ খুবই সুরসিক, কিন্তু তিনি তাঁর লক্ষ্য