Ajker Patrika

ইহুদিদের বিদেশ ভ্রমণে সতর্ক করল ইসরায়েল

ইহুদিদের বিদেশ ভ্রমণে সতর্ক করল ইসরায়েল

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ বেড়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার তাঁদের বিদেশ ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। 

এছাড়া যারা বাইরে যাবেন, তাঁদের নিজেদের ইহুদি ও ইসরায়েলি পরিচয় প্রকাশ না করারও আহ্বান জানানো হয়েছে।  

পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলিদের দেশ ছাড়ার আগে তাদের ভ্রমণ পরিকল্পনা মূল্যায়ন করা উচিত এবং দেশের বাইরে থাকাকালীন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। 

এতে বলা হয়, ইসরায়েলি দূতাবাস, যেসব বিমানবন্দর ইসরায়েল থেকে ফ্লাইট নিয়ে আসে, সেই সঙ্গে ইহুদি সম্প্রদায় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ‘ইহুদিবিরোধী বিক্ষোভ ও হামলার চেষ্টার প্রধান টার্গেট’।

বিবৃতিতে ইসরায়েলিদের ভ্রমণ সতর্কতা জারি করা দেশগুলোতে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়। বিশেষ করে আরব দেশ, মধ্যপ্রাচ্য, উত্তর ককেশাস এবং ইরানের সীমান্তবর্তী দেশগুলোতে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়। 

এতে আরও বলা হয়, যেসব দেশগুলোতে ভ্রমণে সতর্কতা নেই সেসব দেশে ভ্রমণের ক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে  বিক্ষোভ ও সহিংসতা প্রদর্শনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।   

এছাড়াও ইসরায়েলিদের ‘সেনাবাহিনীসহ ইসরায়েলি নিরাপত্তা সেবায় কাজ করার বিষয়ে’ অপরিচিতদের সঙ্গে আলোচনা করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় নিরাপত্তা পরিষদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে মিশর, জর্ডান এবং তুরস্কসহ বেশ কয়েকটি দেশের জন্য ভ্রমণ সতর্কতা বাড়িয়েছে এবং যেসব ইসরায়েলি এ দেশগুলোতে অবস্থান করছেন তাদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। 

এর আগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দাগেস্তানের একটি বিমানবন্দরে ইহুদি বিরোধী দাঙ্গার পর চলতি সপ্তাহের শুরুতে তারা বলেছিল, ইসরায়েলের নাগরিকদের রাশিয়ার উত্তর ককেশাস ভ্রমণ এড়িয়ে যাওয়া উচিত এবং যারা ইতিমধ্যে সেখানে রয়েছেন তাদের চলে যাওয়া উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত