অনলাইন ডেস্ক
মার্কিন সিনেটে শুনানির সময় আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাধা প্রদান করেছেন যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে শুনানির সময় অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক নারী ‘এখনই যুদ্ধবিরতি’ বলে চিৎকার শুরু করেন। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন হোয়াইট হাউসের ১০৬ বিলিয়ন ডলার জাতীয় নিরাপত্তা তহবিল অনুমোদনের বিষয়ে সাক্ষ্য দিচ্ছিলেন। এই অর্থের মধ্যে হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য ১৪ দশমিক ৩ বিলিয়ন অন্তর্ভুক্ত আছে।
প্রতিবেদনে বলা হয়—বাধার মুখে একাধিকবার সাক্ষ্য থামিয়ে দিতে বাধ্য হন ব্লিঙ্কেন। একপর্যায়ে ক্যাপিটল হিলের পুলিশেরা ওই কক্ষ থেকে বিক্ষোভকারীদের বের করে দেয়।
পুলিশ জানিয়েছে, ডার্কসেন সিনেট অফিস ভবনের ভেতরে অবৈধভাবে বিক্ষোভ করার জন্য ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা শুনানিতে বাধা দিয়েছে তাদের মধ্যে কয়েকজন যুদ্ধবিরোধী গ্রুপ কোডপিঙ্ক-এর সঙ্গে যুক্ত। তারা ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে।
গোলাপি পোশাক পরা বিক্ষোভকারীদের অনেকেই ‘গাজা অবরোধে না’ স্লোগান লেখা ফেস্টুন প্রদর্শন করেন।
যুদ্ধ বিরোধী সংগঠন কোডপিঙ্ক নিশ্চিত করেছে যে, তাদের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই রক্তের প্রতীক হিসেবে হাতের তালু লাল রং করে এসেছিলেন।
এদিকে ব্লিঙ্কেন তার বক্তব্যের শেষে প্রতিবাদকারীদের আবেগের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘আমরা সবাই নাগরিক জীবন রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবাই এর অবসান দেখতে বদ্ধপরিকর।’
তবে ব্লিঙ্কেন এটাও যোগ করেছেন যে—মিত্রদের পাশে থাকা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য।
মার্কিন সিনেটে শুনানির সময় আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাধা প্রদান করেছেন যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে শুনানির সময় অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক নারী ‘এখনই যুদ্ধবিরতি’ বলে চিৎকার শুরু করেন। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন হোয়াইট হাউসের ১০৬ বিলিয়ন ডলার জাতীয় নিরাপত্তা তহবিল অনুমোদনের বিষয়ে সাক্ষ্য দিচ্ছিলেন। এই অর্থের মধ্যে হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য ১৪ দশমিক ৩ বিলিয়ন অন্তর্ভুক্ত আছে।
প্রতিবেদনে বলা হয়—বাধার মুখে একাধিকবার সাক্ষ্য থামিয়ে দিতে বাধ্য হন ব্লিঙ্কেন। একপর্যায়ে ক্যাপিটল হিলের পুলিশেরা ওই কক্ষ থেকে বিক্ষোভকারীদের বের করে দেয়।
পুলিশ জানিয়েছে, ডার্কসেন সিনেট অফিস ভবনের ভেতরে অবৈধভাবে বিক্ষোভ করার জন্য ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা শুনানিতে বাধা দিয়েছে তাদের মধ্যে কয়েকজন যুদ্ধবিরোধী গ্রুপ কোডপিঙ্ক-এর সঙ্গে যুক্ত। তারা ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে।
গোলাপি পোশাক পরা বিক্ষোভকারীদের অনেকেই ‘গাজা অবরোধে না’ স্লোগান লেখা ফেস্টুন প্রদর্শন করেন।
যুদ্ধ বিরোধী সংগঠন কোডপিঙ্ক নিশ্চিত করেছে যে, তাদের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই রক্তের প্রতীক হিসেবে হাতের তালু লাল রং করে এসেছিলেন।
এদিকে ব্লিঙ্কেন তার বক্তব্যের শেষে প্রতিবাদকারীদের আবেগের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘আমরা সবাই নাগরিক জীবন রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবাই এর অবসান দেখতে বদ্ধপরিকর।’
তবে ব্লিঙ্কেন এটাও যোগ করেছেন যে—মিত্রদের পাশে থাকা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৮ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
১৩ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১৬ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১৭ ঘণ্টা আগে