মার্কিন সিনেটে শুনানির সময় আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাধা প্রদান করেছেন যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে শুনানির সময় অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক নারী ‘এখনই যুদ্ধবিরতি’ বলে চিৎকার শুরু করেন। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন হোয়াইট হাউসের ১০৬ বিলিয়ন ডলার জাতীয় নিরাপত্তা তহবিল অনুমোদনের বিষয়ে সাক্ষ্য দিচ্ছিলেন। এই অর্থের মধ্যে হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য ১৪ দশমিক ৩ বিলিয়ন অন্তর্ভুক্ত আছে।
প্রতিবেদনে বলা হয়—বাধার মুখে একাধিকবার সাক্ষ্য থামিয়ে দিতে বাধ্য হন ব্লিঙ্কেন। একপর্যায়ে ক্যাপিটল হিলের পুলিশেরা ওই কক্ষ থেকে বিক্ষোভকারীদের বের করে দেয়।
পুলিশ জানিয়েছে, ডার্কসেন সিনেট অফিস ভবনের ভেতরে অবৈধভাবে বিক্ষোভ করার জন্য ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা শুনানিতে বাধা দিয়েছে তাদের মধ্যে কয়েকজন যুদ্ধবিরোধী গ্রুপ কোডপিঙ্ক-এর সঙ্গে যুক্ত। তারা ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে।
গোলাপি পোশাক পরা বিক্ষোভকারীদের অনেকেই ‘গাজা অবরোধে না’ স্লোগান লেখা ফেস্টুন প্রদর্শন করেন।
যুদ্ধ বিরোধী সংগঠন কোডপিঙ্ক নিশ্চিত করেছে যে, তাদের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই রক্তের প্রতীক হিসেবে হাতের তালু লাল রং করে এসেছিলেন।
এদিকে ব্লিঙ্কেন তার বক্তব্যের শেষে প্রতিবাদকারীদের আবেগের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘আমরা সবাই নাগরিক জীবন রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবাই এর অবসান দেখতে বদ্ধপরিকর।’
তবে ব্লিঙ্কেন এটাও যোগ করেছেন যে—মিত্রদের পাশে থাকা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য।
মার্কিন সিনেটে শুনানির সময় আজ মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাধা প্রদান করেছেন যুদ্ধ-বিরোধী বিক্ষোভকারীরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে শুনানির সময় অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক নারী ‘এখনই যুদ্ধবিরতি’ বলে চিৎকার শুরু করেন। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন হোয়াইট হাউসের ১০৬ বিলিয়ন ডলার জাতীয় নিরাপত্তা তহবিল অনুমোদনের বিষয়ে সাক্ষ্য দিচ্ছিলেন। এই অর্থের মধ্যে হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করার জন্য ১৪ দশমিক ৩ বিলিয়ন অন্তর্ভুক্ত আছে।
প্রতিবেদনে বলা হয়—বাধার মুখে একাধিকবার সাক্ষ্য থামিয়ে দিতে বাধ্য হন ব্লিঙ্কেন। একপর্যায়ে ক্যাপিটল হিলের পুলিশেরা ওই কক্ষ থেকে বিক্ষোভকারীদের বের করে দেয়।
পুলিশ জানিয়েছে, ডার্কসেন সিনেট অফিস ভবনের ভেতরে অবৈধভাবে বিক্ষোভ করার জন্য ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা শুনানিতে বাধা দিয়েছে তাদের মধ্যে কয়েকজন যুদ্ধবিরোধী গ্রুপ কোডপিঙ্ক-এর সঙ্গে যুক্ত। তারা ইউক্রেনে অস্ত্র পাঠানো বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে।
গোলাপি পোশাক পরা বিক্ষোভকারীদের অনেকেই ‘গাজা অবরোধে না’ স্লোগান লেখা ফেস্টুন প্রদর্শন করেন।
যুদ্ধ বিরোধী সংগঠন কোডপিঙ্ক নিশ্চিত করেছে যে, তাদের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকেই রক্তের প্রতীক হিসেবে হাতের তালু লাল রং করে এসেছিলেন।
এদিকে ব্লিঙ্কেন তার বক্তব্যের শেষে প্রতিবাদকারীদের আবেগের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, ‘আমরা সবাই নাগরিক জীবন রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সবাই এর অবসান দেখতে বদ্ধপরিকর।’
তবে ব্লিঙ্কেন এটাও যোগ করেছেন যে—মিত্রদের পাশে থাকা যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের ছেলে ফয়সাল প্যাটেল। তিনি নিজেও কংগ্রেসের নেতা। মোদির প্রশংসা করে তিনি বলেছেন, দেশ এখন নিরাপদ হাতে রয়েছে। এ সময় এটাও স্পষ্ট করেন যে তিনি কংগ্রেস ছেড়ে দেননি।
২১ মিনিট আগেসম্প্রতি সামাজিক মাধ্যম ইউটিউবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন এক ইহুদি রাব্বি। ডেভিড ড্যানিয়েল কোহেন নামের ওই রাব্বি রীতিমতো হুমকি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্টকে। এ ইস্যুতে তদন্ত শুরু করেছে প্যারিস প্রসিকিউটরস অফিস।
১ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্কিত কাশ্মীর সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২ জওয়ান নিহত হয়েছে। অবশ্য ভারত দাবি করছে, পাকিস্তান থেকে তথাকথিত অস্ত্রধারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেভারতের স্বাধীনতা দিবসে দেশটির বিভিন্ন সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষ কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই বিষয়টি নিয়ে ভারতে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দলমত-নির্বিশেষে অনেক রাজনীতিক এই নিষেধাজ্ঞাকে মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে,
২ ঘণ্টা আগে