একজীবনে দ্বিতীয়বার হাঁটতে শেখা দিমা
২৮ বছর বয়সী দৌড়বিদ দিমা আমিনা সিরিয়ার যুদ্ধে বোমার আঘাতে হারিয়েছেন তাঁর পা। সয়েছেন ভয়াবহ বাস্তবতা। ভেঙে পড়েছেন, কেঁদেছেন কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন। তাঁর সেই সংগ্রামের গল্প তিনি বলেছিলেন উইমেনস হেলথ ম্যাগাজিনের ফিটনেস এডিটর ব্রিডি উইলকিনসের কাছে। ২০২২ সালের ২৫ অক্টোবর প্রকাশিত হয়েছিল সেই সাক্ষাৎকার। অনু