মিয়ানমারের সাগাইং রাজ্যের কাওলিন শহরটি সম্প্রতি জান্তা বাহিনীর কাছ থেকে দখল করে নিয়েছিল প্রতিরোধ যোদ্ধারা। বর্তমানে এই শহরটি দেশটির গণতন্ত্রপন্থী ছায়া সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আজ বুধবার ইরাবতির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীদের কাছ থেকে শহরটিকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে জান্তা সেনারা। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দিক থেকে কাওলিন শহরটির ওপর একযোগে আক্রমণ শুরু করেছে বিপুলসংখ্যক সেনা।
ইরাবতি জানিয়েছে, সাগাইং রাজ্যের কান্টবালু এবং কিয়ুনহলা ঘাঁটি থেকে জান্তা সেনারা দক্ষিণ দিক দিয়ে কাওলিন শহরে হামলা শুরু করেছে। আর একই রাজ্যের উনথো ঘাঁটি থেকে জান্তাদের আরেকটি বাহিনী শহরটির উত্তর দিক দিয়ে হামলা শুরু করেছে।
গণতন্ত্রপন্থী ছায়া সরকারের অনুগত পিপলস ডিফেন্স ফোর্সগুলো (পিডিএফ) এবং কাওলিন, পিনলেবু ও উনথোর প্রতিরোধ যোদ্ধারা একযোগে জান্তা বাহিনীকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে জান্তা সেনাদের কাছ থেকে কাওলিন শহর দখল করে নিয়েছিল প্রতিরোধ যোদ্ধারা। গতকাল এক প্রতিরোধ যোদ্ধা ইরাবতিকে বলেছিলেন, ‘বিপ্লবী দলগুলো শহরটিকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। জান্তা সেনারা শহরের খুব কাছাকাছি চলে এসেছে।’
গত রোববার থেকেই উত্তর ও দক্ষিণ দিক থেকে কাওলিন শহরে প্রবেশ করার চেষ্টা শুরু করেছিল সরকারি বাহিনী। দুই দিক থেকে এই বাহিনীর অন্তত ৬টি দল অগ্রসর হতে শুরু করেছিল।
প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার কাওলিন শহরে অন্তত চারটি বোমা হামলা করে জান্তা সরকারের বাহিনী। এতে কেউ হতাহত হয়নি। তবে এটিকে কাওলিনের সবচেয়ে ভয়ংকর লড়াই হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জান্তা সেনারা যুদ্ধবিমানের সহায়তা ছাড়া অগ্রসর হওয়ার সাহস পায় না বলেও মন্তব্য করেছেন এক প্রতিরোধ যোদ্ধা।
যেকোনো মূল্যে কাওলিন শহর পুনর্দখল করতে চায় জান্তা সরকার। সেনারা তাই ভারী অস্ত্রশস্ত্রসহ ড্রোনও ব্যবহার করছে। তবে প্রতিরোধ যোদ্ধাদের মনোবল এতটাই চাঙা যে জান্তা সেনাদের প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে।
কাওলিন শহরের সর্বশেষ পরিস্থিতি জানতে চোখ রাখুন আজকের পত্রিকায়।
মিয়ানমারের সাগাইং রাজ্যের কাওলিন শহরটি সম্প্রতি জান্তা বাহিনীর কাছ থেকে দখল করে নিয়েছিল প্রতিরোধ যোদ্ধারা। বর্তমানে এই শহরটি দেশটির গণতন্ত্রপন্থী ছায়া সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আজ বুধবার ইরাবতির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীদের কাছ থেকে শহরটিকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে জান্তা সেনারা। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দিক থেকে কাওলিন শহরটির ওপর একযোগে আক্রমণ শুরু করেছে বিপুলসংখ্যক সেনা।
ইরাবতি জানিয়েছে, সাগাইং রাজ্যের কান্টবালু এবং কিয়ুনহলা ঘাঁটি থেকে জান্তা সেনারা দক্ষিণ দিক দিয়ে কাওলিন শহরে হামলা শুরু করেছে। আর একই রাজ্যের উনথো ঘাঁটি থেকে জান্তাদের আরেকটি বাহিনী শহরটির উত্তর দিক দিয়ে হামলা শুরু করেছে।
গণতন্ত্রপন্থী ছায়া সরকারের অনুগত পিপলস ডিফেন্স ফোর্সগুলো (পিডিএফ) এবং কাওলিন, পিনলেবু ও উনথোর প্রতিরোধ যোদ্ধারা একযোগে জান্তা বাহিনীকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে জান্তা সেনাদের কাছ থেকে কাওলিন শহর দখল করে নিয়েছিল প্রতিরোধ যোদ্ধারা। গতকাল এক প্রতিরোধ যোদ্ধা ইরাবতিকে বলেছিলেন, ‘বিপ্লবী দলগুলো শহরটিকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। জান্তা সেনারা শহরের খুব কাছাকাছি চলে এসেছে।’
গত রোববার থেকেই উত্তর ও দক্ষিণ দিক থেকে কাওলিন শহরে প্রবেশ করার চেষ্টা শুরু করেছিল সরকারি বাহিনী। দুই দিক থেকে এই বাহিনীর অন্তত ৬টি দল অগ্রসর হতে শুরু করেছিল।
প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার কাওলিন শহরে অন্তত চারটি বোমা হামলা করে জান্তা সরকারের বাহিনী। এতে কেউ হতাহত হয়নি। তবে এটিকে কাওলিনের সবচেয়ে ভয়ংকর লড়াই হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জান্তা সেনারা যুদ্ধবিমানের সহায়তা ছাড়া অগ্রসর হওয়ার সাহস পায় না বলেও মন্তব্য করেছেন এক প্রতিরোধ যোদ্ধা।
যেকোনো মূল্যে কাওলিন শহর পুনর্দখল করতে চায় জান্তা সরকার। সেনারা তাই ভারী অস্ত্রশস্ত্রসহ ড্রোনও ব্যবহার করছে। তবে প্রতিরোধ যোদ্ধাদের মনোবল এতটাই চাঙা যে জান্তা সেনাদের প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে।
কাওলিন শহরের সর্বশেষ পরিস্থিতি জানতে চোখ রাখুন আজকের পত্রিকায়।
স্লোভেনিয়ায় মেলানিয়া ট্রাম্পের প্রথম ভাস্কর্যটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর, একই স্থানে ব্রোঞ্জের ভাস্কর্য স্থাপন করা হয়েছিল। কিন্তু সেটিও উধাও হয়ে গেছে! এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
২ ঘণ্টা আগেবিগত কয়েক বছরে জাপানে বিদেশি শ্রমিকের সংখ্যা বেড়েছে। বিশেষ করে ‘ইঞ্জিনিয়ার, মানবিকতা বিষয়ক বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সেবা’—এসব বিষয়ে দক্ষতার ভিত্তিতে ভিসার মাধ্যমে বিদেশি শ্রমিক আসছেন। গত এক দশকে এ ধরনের শ্রমিকের সংখ্যা তিন গুণ বেড়ে ৪ লাখের বেশি হয়েছে। জাপানের সংবাদ মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড-এর এক
৩ ঘণ্টা আগেতুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বেশি আশা দেখছেন না যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও। তাঁর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি বৈঠক না হলে অগ্রগতি সম্ভব নয়।
৫ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার রাতে বোমা হামলায় খান ইউনিসে ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ ৫৬ জন নিহত হয়েছে। অন্যদিকে জাবালিয়ায় প্রাণঘাতী হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজের হলঘরে ১৩ জন নিহত হয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে।
৬ ঘণ্টা আগে