রাশিয়ায় ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা
রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা। শুক্রবার মার্কিন গবেষণা সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, কুরস্কের অন্তত ৩০ কিলোমিটার গভীরে ঢুকে পড়েছে ইউক্রেনের সহস্রাধিক সেনা। তবে রুশ বাহিনী বলেছে, তারা পশ্চিম কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের প্রতিহত করেছে।