Ajker Patrika

আহত সেনাদের চিকিৎসা শেষ না করে ফের যুদ্ধে পাঠাচ্ছে রুশ বাহিনী

অনলাইন ডেস্ক
Thumbnail image
প্রতীকী ছবি

আহত সৈন্যদের চিকিৎসা শেষ না করে জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ উঠেছে রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার মস্কো টাইমসের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।

এই অভিযোগ করেছে ফরাসি টেলিগ্রাম চ্যানেল ‘ওস্তোরোঝনো, নভোস্তি’। তারা বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এসব ভিডিওতে সৈন্যদের অভিযোগ করতে দেখা যায়, চিকিৎসা অসমাপ্ত রেখে আবারও তাদের যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে কর্তপক্ষ।

একজন সৈন্য ভিডিওতে বলেন, ‘আমাদের চিকিৎসাও শেষ করতে দিচ্ছে না। অনেক সৈন্যের হেপাটাইটিসসহ পাঠানো হচ্ছে। তারা কি পুরো সেনাবাহিনীকে সংক্রমিত করতে চায়?’

বৃহস্পতিবার প্রকাশিত এসব ভিডিওতে দেখা গেছে, আহত সৈন্যদের হাসপাতাল থেকে বের করে আনা হচ্ছে। কিছু সৈন্য হাতকড়া পরা অবস্থায় রয়েছেন। এমনকি একজনকে তার হাসপাতালের বিছানায় হাতকড়া দিয়ে আটকে রাখা হয়েছে।

ওস্তোরোঝনো, নভোস্তি জানিয়েছে, যেসব সৈন্য প্রতিবাদ করছে তাদের ‘পালিয়ে যাওয়ার’ অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সৈন্যদের বাইরে যাওয়া বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

তবে রুশ সামরিক বাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পরে রাশিয়াও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যরা সাধারণত চিকিৎসা শেষে আর্থিক সহায়তাসহ বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার কথা। তবে অনেক সৈন্য এসব থেকেও বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছে মস্কো টাইমস।

সরকারি সূত্র মতে, আহত সৈন্যদের প্রায় ৯৮ শতাংশ চিকিৎসা শেষে পুনরায় যুদ্ধে ফিরে যান। তবে সাম্প্রতিক এই অভিযোগগুলো রুশ সামরিক বাহিনীর মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের (আইএসডব্লিউ) তথ্য অনুসারে, রাশিয়া প্রায় ১ লাখ ২৫ হাজার ৮০০ জন সৈন্য হারিয়েছে। আইএসডব্লিউ-এর তথ্যমতে, ইউক্রেনের প্রতি বর্গকিলোমিটার এলাকা দখল করতে রাশিয়াকে ৫০ জনের বেশি সৈন্য হারাতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত