আহত সৈন্যদের চিকিৎসা শেষ না করে জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ উঠেছে রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার মস্কো টাইমসের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।
এই অভিযোগ করেছে ফরাসি টেলিগ্রাম চ্যানেল ‘ওস্তোরোঝনো, নভোস্তি’। তারা বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এসব ভিডিওতে সৈন্যদের অভিযোগ করতে দেখা যায়, চিকিৎসা অসমাপ্ত রেখে আবারও তাদের যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে কর্তপক্ষ।
একজন সৈন্য ভিডিওতে বলেন, ‘আমাদের চিকিৎসাও শেষ করতে দিচ্ছে না। অনেক সৈন্যের হেপাটাইটিসসহ পাঠানো হচ্ছে। তারা কি পুরো সেনাবাহিনীকে সংক্রমিত করতে চায়?’
বৃহস্পতিবার প্রকাশিত এসব ভিডিওতে দেখা গেছে, আহত সৈন্যদের হাসপাতাল থেকে বের করে আনা হচ্ছে। কিছু সৈন্য হাতকড়া পরা অবস্থায় রয়েছেন। এমনকি একজনকে তার হাসপাতালের বিছানায় হাতকড়া দিয়ে আটকে রাখা হয়েছে।
ওস্তোরোঝনো, নভোস্তি জানিয়েছে, যেসব সৈন্য প্রতিবাদ করছে তাদের ‘পালিয়ে যাওয়ার’ অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সৈন্যদের বাইরে যাওয়া বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে রুশ সামরিক বাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পরে রাশিয়াও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যরা সাধারণত চিকিৎসা শেষে আর্থিক সহায়তাসহ বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার কথা। তবে অনেক সৈন্য এসব থেকেও বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছে মস্কো টাইমস।
সরকারি সূত্র মতে, আহত সৈন্যদের প্রায় ৯৮ শতাংশ চিকিৎসা শেষে পুনরায় যুদ্ধে ফিরে যান। তবে সাম্প্রতিক এই অভিযোগগুলো রুশ সামরিক বাহিনীর মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের (আইএসডব্লিউ) তথ্য অনুসারে, রাশিয়া প্রায় ১ লাখ ২৫ হাজার ৮০০ জন সৈন্য হারিয়েছে। আইএসডব্লিউ-এর তথ্যমতে, ইউক্রেনের প্রতি বর্গকিলোমিটার এলাকা দখল করতে রাশিয়াকে ৫০ জনের বেশি সৈন্য হারাতে হচ্ছে।
আহত সৈন্যদের চিকিৎসা শেষ না করে জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ উঠেছে রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার মস্কো টাইমসের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।
এই অভিযোগ করেছে ফরাসি টেলিগ্রাম চ্যানেল ‘ওস্তোরোঝনো, নভোস্তি’। তারা বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে। এসব ভিডিওতে সৈন্যদের অভিযোগ করতে দেখা যায়, চিকিৎসা অসমাপ্ত রেখে আবারও তাদের যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে কর্তপক্ষ।
একজন সৈন্য ভিডিওতে বলেন, ‘আমাদের চিকিৎসাও শেষ করতে দিচ্ছে না। অনেক সৈন্যের হেপাটাইটিসসহ পাঠানো হচ্ছে। তারা কি পুরো সেনাবাহিনীকে সংক্রমিত করতে চায়?’
বৃহস্পতিবার প্রকাশিত এসব ভিডিওতে দেখা গেছে, আহত সৈন্যদের হাসপাতাল থেকে বের করে আনা হচ্ছে। কিছু সৈন্য হাতকড়া পরা অবস্থায় রয়েছেন। এমনকি একজনকে তার হাসপাতালের বিছানায় হাতকড়া দিয়ে আটকে রাখা হয়েছে।
ওস্তোরোঝনো, নভোস্তি জানিয়েছে, যেসব সৈন্য প্রতিবাদ করছে তাদের ‘পালিয়ে যাওয়ার’ অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সৈন্যদের বাইরে যাওয়া বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে রুশ সামরিক বাহিনী এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পরে রাশিয়াও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। যুদ্ধক্ষেত্রে আহত সৈন্যরা সাধারণত চিকিৎসা শেষে আর্থিক সহায়তাসহ বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা পাওয়ার কথা। তবে অনেক সৈন্য এসব থেকেও বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছে মস্কো টাইমস।
সরকারি সূত্র মতে, আহত সৈন্যদের প্রায় ৯৮ শতাংশ চিকিৎসা শেষে পুনরায় যুদ্ধে ফিরে যান। তবে সাম্প্রতিক এই অভিযোগগুলো রুশ সামরিক বাহিনীর মানবিক পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের (আইএসডব্লিউ) তথ্য অনুসারে, রাশিয়া প্রায় ১ লাখ ২৫ হাজার ৮০০ জন সৈন্য হারিয়েছে। আইএসডব্লিউ-এর তথ্যমতে, ইউক্রেনের প্রতি বর্গকিলোমিটার এলাকা দখল করতে রাশিয়াকে ৫০ জনের বেশি সৈন্য হারাতে হচ্ছে।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৪ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৬ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৬ ঘণ্টা আগে