বাংলাদেশ ও নেপালে অক্সফোর্ডএকিউএর কার্যক্রম সম্প্রসারণ, কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা
অক্সফোর্ডএকিউএ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এবং যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ড একিউএর যৌথ উদ্যোগে গঠিত। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করছে। বর্তমানে ২২টি জিসিএসই, ১৪টি এএস ও এ-লেভেল কোর্স পরিচালনা করছে একিউএ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘ফেয়ার অ্যাসেসমেন্ট’ নীতি মূল্যায়নে