আবাদ কমেছে ভুট্টার
যশোরের মনিরামপুরে একসময় কদর ছিল ভুট্টার আবাদের। প্রতি মৌসুমে ভুট্টার চাষ বেড়েছিল দেড় গুণ থেকে দ্বিগুণ। কিন্তু ৪-৫ বছর ধরে এ ফসল চাষে আগ্রহ হারিয়েছেন কৃষকেরা। চলতি মৌসুমে উপজেলায় মাত্র ৭৩ হেক্টর জমিতে আবাদ হয়েছে ভুট্টার, যা গতবারের চেয়ে ১০০ হেক্টর কম।