Ajker Patrika

কালিয়ায় চিকৎসককে লাঞ্ছনার অভিযোগ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৬: ২২
কালিয়ায় চিকৎসককে লাঞ্ছনার অভিযোগ

নড়াইলের কালিয়ায় প্রতিবন্ধী ব্যক্তির সনদ না দেওয়াকে কেন্দ্র করে চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জেলা পরিষদ সদস্য মো. মাসুদ রানার বিরুদ্ধে এই অভিযোগে মঙ্গলবার রাতে কালিয়া থানায় লিখিত অভিযোগ করেন হাসপাতালের সহকারী সার্জন ডা. শুভঙ্কর সাহা। পরে ঘটনাটি জানাজানি হলে গতকাল বুধবার সকাল থেকেই হাসপাতালের কর্মকর্তাসহ কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

ভুক্তভোগী ডা. শুভকর সাহা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল চারটার দিকে মো. মাসুদ রানা প্রতিবন্ধীর সনদপত্রের জন্য একজন রোগীকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন। তিনি ওই রোগীকে সনদ দিতে অস্বীকৃতি জানালে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে শুরু হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে মো. মাসুদ রানা ডা. শুভঙ্কর সাহাকে লাঞ্ছিত করেন।

অভিযুক্ত নড়াইল জেলা পরিষদের সদস্য মো. মাসুদ শেখ বলেন, ‘একজন প্রতিবন্ধী রোগীকে নিয়ে একটি সনদের জন্য গেলে ডা. শুভঙ্কর সাহা সনদ না দিয়ে রোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তারই প্রতিবাদ করতে তাঁর সঙ্গে কাটাকাটি হয়েছে। রোগীর সঙ্গে খারাপ ব্যবহারের বিষয়টি ধামাচাপা দিতে তিনি আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল মল্লিক বলেন, ‘ঘটনাটি স্থানীয় প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেন, ‘চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত