Ajker Patrika

জীবনের ঝুঁকিতে পথচারীরা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৬: ২৭
জীবনের ঝুঁকিতে পথচারীরা

গত কয়েক বছরে উপজেলার বিভিন্ন এলাকাসহ সড়কের পাশের প্রায় সহস্রাধিক শিশুগাছ রোগাক্রান্ত হয়ে মারা গেছে এবং আরও ৫ শতাধিক গাছ রোগাক্রান্ত হয়ে ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে।

নড়াইলের কালিয়ার কালিয়া-গোপালগঞ্জ সড়কের দুই পাশে প্রায় দুই বছরের বেশি সময় ধরে মারা যাওয়া শিশুগাছগুলো এখন ভেঙে পড়তে শুরু করেছে। ওই গাছগুলো এখন পথচারীদের জন্য জীবনের ঝুঁকিতে পরিণত হয়েছে। গাছ ভেঙে পড়ে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন।

উপজেলার সড়কগুলোতে কি পরিমাণ শিশুগাছ মরে গেছে বা মৃত্যু ঝুঁকিতে রয়েছে, তাঁর সরকারি সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী কয়েক বছরে উপজেলায় ১ হাজারের বেশি শিশুগাছ মারা গেছে। ৫ শতাধিক শিশুগাছ মারা যাওয়ার ঝুঁকিতে আছে উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস বলেছেন, ডাই-ব্যাক নামক এক প্রকার রোগে আক্রান্ত হয়ে শিশুগাছ মরে যাচ্ছে। এর কোনো ভালো চিকিৎসা ব্যবস্থাও নেই। কাজেই রোগাক্রান্ত গাছ কেটে ফেলাই হচ্ছে সমাধান বলে জানিয়েছেন তিনি।

কালিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, তিনি খোঁজ নিয়ে ও উপজেলা প্রকৌশল বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে মৃত গাছ গুলো অপসারণের ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত