কারাগারে থেকেও যশোর নাচাচ্ছেন ‘ফিঙে লিটন’
যশোরে অস্ত্র, হত্যা, চাঁদাবাজিসহ ২০টির মতো মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটন। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় প্রায় ২৫ বছর আগে বিদেশে পালিয়ে যান তিনি। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।