Ajker Patrika

শার্শায় খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৪, ২১: ০৭
শার্শায় খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত

যশোরের শার্শায় ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে শার্শার লক্ষণপুর ইউনিয়নের হরিণাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আহতরা হলো হরিণাপোতা গ্রামের আকিনুল হাসান (১২) ও  একই গ্রামের মেহেদী হাসানের মেয়র মোসাম্মাৎ মারিয়া (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকিনুল ও মারিয়া ওই গ্রামের আলমগীরের বাড়ির উঠানে ক্রিকেট খেলছিল। এ সময় রাস্তার পাশে ঝোপঝাড়ে পড়ে থাকা পরিত্যক্ত ককটেল বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করার একপর্যায়ে বিস্ফোরণ হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানান সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আকিনুল ও মারিয়া নামে দুই শিশু আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত