Ajker Patrika

দরজা আটকে বাড়িতে আগুন: মারা গেলেন সেই ইউপি সদস্য

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৫: ৫৪
দরজা আটকে বাড়িতে আগুন: মারা গেলেন সেই ইউপি সদস্য

যশোরের ঝিকরগাছায় বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ সেই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য তালিমুল ইসলাম মারা গেছেন। গতকাল সোমবার গভীর রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তালিমুল ইসলাম উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের (কাগমারি-কৃষ্ণচন্দপুর) সদস্য।

এর আগে বুধবার (১৪ আগস্ট) গভীর রাতে ইউপি সদস্য তালিমুল ইসলামের ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আগুনে দগ্ধ হন তালিমুলসহ তাঁর স্ত্রী মুক্তা বেগম, শিশুসন্তান মেহেমিদ খান (৪)। এ সময় তাঁদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন ভাই ওবায়দুল খান।

স্থানীয়রা জানান, ১৪ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে ইউপি সদস্য তালিমুলের ঘরের দরজা বাইরে থেকে বেঁধে জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘুমিয়ে ছিলেন তালিমুলসহ পরিবারের অন্য সদস্যরা। এতে ঘরে থাকা সবার শরীরের অধিকাংশ ঝলসে যায়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, কাগমারী গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা হয়েছে। দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত