অযত্নে চারুবালার শেষ স্মৃতি
বাড়ির নিরাপত্তাপ্রাচীর ঘেঁষে তাকালে, চোখে পড়বে পুরোনো একটি সমাধিস্থল। অবছা হয়ে আসা লেখা দেখে শুধু বোঝা যায়, ‘মাতা’ আর ‘বিশ্বাস’ শব্দ দুটি। যশোর সদরের নীলগঞ্জের মহাশ্মশানের জীর্ণশীর্ণ একটি অবকাঠামোই শুরু ধারণা দেয়, সেখানে চির নিদ্রায় শায়িত আছেন গুরুত্বপূর্ণ কেউ।