খেতেই শেষ ধানের আশা
টানা চার দিন থেমে থেমে বৃষ্টি হয় মনিরামপুরে। ফলে শুকানোর জন্য হাজার হাজার হেক্টর জমির কেটে রাখা পাকা ধান ভিজে খেতেই নষ্ট হচ্ছে।কখনো রোদ, কখনো বৃষ্টি আসায় বহু কৃষক তাঁদের ভেজা ধান শুকনা স্থানে সরিয়ে নিতে পারেননি। এ জন্য ভেজা ধানে খেতেই চারা গজিয়েছে। এখন এসব ধান আর কোনো কাজা আসবে না।